বরফজমাট লেবুবন ।।ফোয়েস্ট গ্যান্ডা Poem by Rahman Henry

বরফজমাট লেবুবন ।।ফোয়েস্ট গ্যান্ডা

Rating: 5.0



.
উত্তরে, বরাবর ফুলে-ছাওয়া কমলালেবুর বন সারিবদ্ধ,
ভেজামাটির আগুন থেকে উদগীরিত ঘন নিশ্বাস।
সারারাত ধোঁয়া উঠছে, বর্ষনমুখি এক নারী জ্বীন
যে পছন্দ করে বরফজমাট লেবুবন
অথচ বাঁচাতে পারে না তাদের।
সূক্ষ্ম বরফ অজস্র মাকড়সার উড়ন্ত জালের মতো।
খবর: কিছুই নয়।
বিশাল ইঁদুরেরা বংশবৃদ্ধি করছে সৈকত এলাকায়
ক্ষুদেদের তাড়িয়ে পাঠাচ্ছে এখানে।
আজ উভয়ের জন্য পেতে রাখা ফাঁদই লাফিয়ে উঠলো।

.



.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ফোয়েস্ট গ্যান্ডা (১৯৫৬ -) : মার্কিন কবি, প্রাবন্ধিক, ফিকশন রচয়িতা, সাহিত্য সমালোচক, অনুবাদক এবং ব্রাউন ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস। কবিতার জন্য সদ্য পুলিৎজার প্রাপ্ত [সোমবার, ১৫ এপ্রিল ২০১৯]। ক্যালিফোর্নিয়ার বার্সটোউ এর ‘মোহাভি মরু''-অঞ্চলে জন্ম। বেড়ে উঠেছেন ভার্জিনিয়ায়। কয়েক বছর স্যান ফ্রান্সিস্কোতে বসবাস করেছেন। ফোয়েস্ট বিবাহ করেন আরেক মার্কিন কবি ক্যারোলিন রাইটকে (৬ জানুয়ারি ১৯৪৯ - ১২ জানুয়ারি ২০১৬): তাদের এক পুত্র সন্তান। কবি বর্তমানে ওয়াইন কাউন্ট্রির পেটালুমা'য় বসবাস করছেন।
.



#ForrestGanderPoems

This is a translation of the poem Citrus Freeze by Forrest Gander
Sunday, April 21, 2019
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success