নারীর হাত ।। জোরান গ্যাঙ্কোভিচ Poem by Rahman Henry

নারীর হাত ।। জোরান গ্যাঙ্কোভিচ

Rating: 5.0

.
.
একজন নারীর মুখভঙ্গিমায় তেমন একটা ছাপ থাকতেই পারে
যেমনটি সেই নারীর মন চায়।
নারীদেহ সামালে নিতে পারেসব কিছুই:
প্রেম, প্রসব, প্রস্থান।

দুর্ভাগ্যবশত, একদা বৃদ্ধা হতেই হয় একজন নারীকে।
তার মুখমণ্ডল ও তনু পারে, প্লাস্টিক সার্জারির যাদুতে,
পুরনো দিনগুলোর মতো তারুণ্যে রূপ নিতে।
কিন্তু একজন নারীর হাত দু'টোই তার সব চে' বড় বিশ্বাসহন্তা।
চিকিৎসাশাস্ত্র কোনও সহায়তা দিতে পারে না।
ওরা সর্বদাাই দেখাবে নারীটির বয়স কেমন।
.
.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* জোরান গ্যাঙ্কোভিচ (১ জুন ১৯৫৪ -) : ইউগোস্লাভিয়ান কবি ও লেখক। জন্ম: ইউগোস্লাভিয়ার সারায়েভো'তে। জন্ম-শহর থেকে মাত্র ৪০০ কিলোমিটার নড়াচড়া করে ৪টি দেশে বসবাস করেছেন। ভালোবেসেন তিনজন নারীকে। একজন তাঁকে সন্তান-সন্ততি দিয়েছেন; একজন অকালে মৃত্যুবরণ করেছেন; অপরজন তিন তিনবার মৃত্যুর কবল থেকে ফিরে, লাইফ-সাপোর্টে বেঁচে আছেন। বর্তমানে সার্বিয়ার বেলগ্রেদে স্মৃতিময় জীবন কাটাচ্ছেন এই কবি।

.
#JankovicZoranPoems
.

This is a translation of the poem Woman's Hand ~ Ženske Ruke by Jankovic Zoran
Friday, May 10, 2019
Topic(s) of this poem: age,hands,woman
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 29 May 2019

দুর্ভাগ্যবশত, একদা বৃদ্ধা হতেই হয় একজন নারীকে। তার মুখমণ্ডল ও তনু পারে, প্লাস্টিক সার্জারির যাদুতে, পুরনো দিনগুলোর মতো তারুণ্যে রূপ নিতে।//// beautiful translation

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success