একদা এক ব্যাক্তির সহিত আমার সাক্ষাৎ হয়েছিল
তিনি ভদ্র বিনয়ী বুদ্ধিমান সুঠাম স্বাস্থের অধিকারী
আমি তাকে প্রশ্ন করলাম'আপনি কি সেই বিখ্যাত ব্যক্তি মি...
ও আমার দিকে তাকাল কিন্তু কিছুই বলল না..
আমি আবার তাকে প্রশ্ন করলাম 'আপনি বলবেন আপনি কি সেই....'
এতেও তার কোনো হেলদোল দেখা গেল না, চু করেই থাকল।
এবার আমি কিছুটা উত্তেজিত...
বললাম 'অনুগ্রহ করে আপনি কি বলবেন-আপনি কে?
আমি আমার কৌতুহল দমন করতে পারিনা ।
এবার সে আমার চোখে চোখ রাখল, একটু হাসল
জবাব দিল 'এটা কোনো জরুরী বিষয় নয়, এটুকুই যথেষ্ট যে
আমি সেই সন্মানীয় শিক্ষকের ছাত্রদের মধ্যে একজন ছাত্র।
ইংরেজী-বাঙলা দুটোই ভালো লিখেছেন
ধন্যবাদ আপনার মতামতকে সম্মান জানাই।