আমি কবি Poem by Madhabi Banerjee

আমি কবি

আমার কবিতর বিষয়বস্তু
আমার পলাশরাঙ্গা বসন্তবেলা, গ্রীষ্মের দাবদাহের মধ্যাহ্ন
, বর্ষার একঘেয়ে অঝোরধারা, বৃষ্টির জলে কেয়াপাতার নৌকা ভাসানো,
শরতের আগমনীর সুর, সোনালী রোদ, পৌষের নবান্ন,
পাহাড়ের উদারতা, সাগরের উচ্ছলতা, অরন্যের গভীরতা,
তোমরা নুতন প্রজন্ম,
আমার কালের এই প্রকৃতি কি তোমাদের হৃদয় স্পর্শ করবে?
আমি তো আমার কালের সময়কে ধরে রাখতে চেয়েছি।
যে যুবকটি স্বপ্ন দেখেছিল এই পৃথিবীটাকে এই সমাজটাকে বদলে দিয়ে
এক নুতন সমাজ গড়বে
কিন্তু যুবকটির যে রক্ষক সে-ই তো ভক্ষন করেছে,
যে মেয়ে সরকারী সম্পদকে তছনচ নয় রক্ষা করতে চেয়েছিল
-তাকে হেনস্তা হতে হয়েছিল।
যে নিষ্পাপ কিশোরীটি তার স্বপ্ন পূরনের জন্য রাস্তা দিয়ে চলছিল
সে ধর্ষিতা হয়েছিল।
এ সময়ে এক দঙ্গল নাবালক শিশুরা শ্রেনী কক্ষে জঙ্গীদের গুলিতে ঝাঝরা হয়।
এ সময়ে একটি বালিকা একমুঠো ভাতের জন্য কাঁদে।
যে ধরিত্রীকে সবংসহা বলাহয়

, সমস্ত ধারনাকে ধূলিসাৎ করে ধরি্ত্রী নড়ে উঠে উঠেছিল
শহরের পর শহর, গ্রামের পর গ্রাম ধ্বংস হয়েছিল,
আমার কবিতা পাশাপাশি দুইগ্রামের দুই রং-এর পতাকর লড়াই এর ঘটনা চিত্র।
আর এ লড়াই-এ জয়ের জন্য
মাপকাঠি ছিল লাসের বর্দ্ধিত ক্রমান্ক।
এসকল ঘটনাচিত্র কি আগামী প্রজন্মের কাছে
সঠিকভাবে পৌছে দিতে পেরেছি।
আগামী প্রজম্ন তোমরাই আমার বিচারক।
আমার কবিতার ভাব ভাষা ছন্দ বিষয়বস্তু
যদি তোমাদের মর্মে লাগে, তোমাদের ভ্রুতে ভাঁজ এনে দেয়
তবেই তোমরা আমাকে বলো আমি এক কবি
আমি মাধবী।

Sunday, July 12, 2015
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success