জটিল কেস Poem by Madhabi Banerjee

জটিল কেস

কেসটা জটিল
বাবার সাথে মায়ের নাকি ছাড়াছাড়ি হবে
সেই চেষ্টা চলছে
দু'তরফের উকিলেরা খুব মাথা ঘামাচ্ছে
বাবা বলছে'যত কষ্টই হোক কেসটা জিততে হবে
নইলে পুরুষ কি?
মা বলছে হারলে চলবে
দিন বদলেছে।
দশ বছরের শিশুটি একবার বাবার ঘরে উঁকি মারছে
একবার মায়ের ঘরে
ওর কষ্টের কথাটা কেউ মাথাতেই রাখছে না
ওদের এই কষ্টের মূল নাকি
এই দশ বছসরের শিশুটিই
ওর কারনেই ডিভোর্স কেসটা জটিল হয়েছে
কেসটা জেতার জন্য
ছাড়াছাড়ির জন্য
দু'তরফকেই খুব কষ্ট করতে হচ্ছ
অথচ দুজনেই যদি একটু করে
ছাড়ত পাড়ত, ছাড়তে জানত
তবে তো ছাড়াছাড়ির জন্য
এতটা কষ্ট করতেই হতোনা।।

Monday, August 17, 2015
Topic(s) of this poem: social
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success