যৌবন-1 Poem by Madhabi Banerjee

যৌবন-1

যৌবন-১
মাধবী বন্দ্যোপাধ্যায়

যৌবন তুমি এলে আমার জীবনে
এসেই আমাকে দিলে বদলে
আমি ছিলাম একজন সরল অমলিন
আমার সরলতা হটিয়ে দিলে তুমি
দিলে কটাক্ষের ক্ষমতা, চটুলতা, চপলতা।
আমার সরল হাসিতে দিলে- অর্থ ভাষা!
দেহে মনে দিলে এক মদিরার নেশা।
যৌবন আমার সাথে মজা করে কাটিয়ে গেলে কিছুটা কাল
তোমার সাথীদের নিয়ে
চঞ্চল তুমি একদিন চলে গেলে
নিয়ে গেলে তোমার সাথীদেরও
আমার কাছে রেখে গেলে কিছু অভিজ্ঞত।

Wednesday, May 16, 2018
Topic(s) of this poem: youth day
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success