চিঠি (A Letter)- Language: Bengali Poem by Malabika Ray Choudhury

চিঠি (A Letter)- Language: Bengali

Rating: 5.0

মাসী,
অনেকদিন আগে তোমাকে একটা চিঠি লিখেছিলাম।
যেদিন পুরোনো স্কুলে ফিরে গিয়েছিলাম,
আর মনে হয়েছিল - পুরোনোরা চলে যায়, নতুনেরা জায়গা নেয়।
জানি সেই চিঠি তোমার বাক্সে আজও আছে!
সযতনে! তুমি নেই!
সেই একই বাক্সে হয়তো আছে
হাতে সূচিকার্য্য করা একটা ব্লাউজ, পায়ের একটা শৌখিন চপ্পল,
তুমি তো পরো না, উপহারগুলো আদর করে তুলে রাখো
অসীম যত্নে!


অনেকদিন আগে তোমাকে লিখেছিলাম,
যখন নতুন শিশু নিয়ে ব্যতিবস্ত হয়ে,
চাইছিলাম একটু অবসর!
তুমি বলেছিলে - সিনেমা দেখতে যাবি?
কি করে বুঝেছিলে, সেই মুহূর্তে সেটা কতো জরুরী!

ছোট ছোট বাচ্চারা খেলা করে,
কে তাদের বলে শীতের দেশের এক দৈত্যের গল্প,
যার বাগানে কেউ আসে না,
এলো এক দেবশিশু! দৈত্য তার সঙ্গে খেলা করে।
বাচ্চারা বিভোর হয়ে শোনে!

যখনই মনে দন্দ্ব এসেছে -
ন্যায়-অন্যায়, ভালো না মন্দ,
তোমাকে প্রশ্ন করতে চেয়েছি!
তুমি শুনেছো, উত্তর বলে দাওনি,
উত্তরটা তোমার দুটি উজ্জ্বল, বুদ্ধিমতী চোখের ভাষায় দেখতে পেয়েছি!


প্রথম কলেজে যাওয়ার সময়
হাতে ঘড়ি ছিল না আমার,
কেউ এসে চুপচাপ নিজের হাতের ঘড়ি পরিয়ে দিয়েছিল,
অন্তরালে, সকলের অগোচরে।
সাদা শাড়ীর পেছনে,
সে এক অসীম দরদী মন!
কবে থেকে স্থির করেছিলে সাদাই তোমার ভূষণ!

আজ আবার তোমাকে লিখছি -
কিন্তু তুমি তো পড়বে না,
আর মিষ্টি একটা হাসি হেসে বলবে না -
আমাকে নিয়ে এত কেন লিখেছিস?

Thursday, August 29, 2019
Topic(s) of this poem: memory
POET'S NOTES ABOUT THE POEM
I wrote this poem to remember my beloved Aunt who recently passed away. She was a teacher who dedicated her life to teaching in small villages and supporting people in need. She inspired me to be a kind, caring human being, and very importantly, to write creatively.
COMMENTS OF THE POEM
Ruby Mostazir 20 December 2019

কেমন মন খারাপ করা একটা কবিতা..হ্রদয় ছুয়ে গেল

1 0 Reply
Malabika Ray Choudhury 20 December 2019

Sorry for replying in English. Your comment touched my heart - in fact it brought tears to my eyes!

0 0
Mahtab Bangalee 29 August 2019

superb the remembrance a letter, old letter can remind many more the spoken, the unspoken something of hearts// just love it

2 0 Reply

Thank you sincerely for reading this poem. We may not have many readers at PH to read poems in Bengali, but I am thrilled to know that there are at least a few to enjoy this lovely language! The situation of writing this poem is sad, I lost one of my most beloved family-members. I am glad you understand the sentiment behind this piece of writing. Your comments and rating are extremely valued.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success