অতীত থেকে একটি ছেড়া পাতা (A Page From My Distant Past)- Language: Bengali Poem by Malabika Ray Choudhury

অতীত থেকে একটি ছেড়া পাতা (A Page From My Distant Past)- Language: Bengali

Rating: 5.0

অনেক কাল আগে একটা অন্যরকম আশ্চর্য্যরকম ছেলেবেলা ছিল।
যখন আমরা ফুল কুঁড়োতে যেতাম।
যখন সূর্য্য ওঠেনি,
কিন্তু ভোরের আকাশটা আবীরের মতো লাল হয়ে আছে,
সদ্যফোটা সাদা সাদা শিউলি ফুল, কমলা রঙের বোঁটা নিয়ে গাছের তলায় ছড়িয়ে পড়ে আছে
যেন কার হাতের ছোঁয়া-পাওয়ার অপেক্ষায়,
ছোট ছোট ছেলেমেয়ের উচ্ছ্বসিত হাসিতে, মুখর কলরবে ভরে যাবে
শিউলিতলা,
আকাশ হয়ে উঠবে রঙীন,
বাতাস হয়ে উঠবে মধুর।

সেই ছেলেবেলাতে দেখা হয়েছিল আমাদের,
সেই নির্মল, পবিত্র ছেলেবেলা,
সেই সাদা সাদা চন্দ্রমল্লিকার, থোকা থোকা গাঁদা ফুলের ছেলেবেলা,
সেই কাঁটাগাছে ভরা খোলা বিস্তীর্ণ মাঠের ছেলেবেলা,
যখন আমি তোমার সঙ্গে ফুল কুঁড়োতে যেতাম ভোররাতে,
সূর্য্য ওঠার আগে,
আমার ফুলের হাসিতে বিগলিত, পাখীর কূজনে মুখরিত, বাগানে,
তুমি ছিলে আমার সাথী।
কি এক ভালো লাগায় ভরে যেতো মন,
শিশিরভেজা সকাল হয়ে উঠতো রমনীয়,
তোমাতে আমাতে মেতে উঠতাম মালা গাঁথার খেলায়।


সেই ছেলেবেলা হারিয়ে গেলো!
হারাতে চাইনি, তবুও।
রেখে গেলো কি এক মধুর স্মৃতি,
ভালো লাগার, ভালো বাসার,
বিশ্বাসের, নিবিড় আকর্ষণের,
আকুলতার, ব্যাকুল অপেক্ষার।
জীবন বয়ে গেলো।
আমরা হারিয়ে গেলাম না।

Thursday, November 1, 2018
Topic(s) of this poem: memory,childhood
COMMENTS OF THE POEM
Ratnamala 04 November 2018

Beautiful writing, takes me to my own childhood. Will expect more.....1010

1 0 Reply
Malabika Ray Choudhury 10 December 2018

Thank you. Glad to know you had the same experiences in your childhood.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success