আধ্যাত্মিক জগতে এদের বিচরণঃ/ Adhatik Jogote Edr Bichoron Poem by Rhymer Rhymer

আধ্যাত্মিক জগতে এদের বিচরণঃ/ Adhatik Jogote Edr Bichoron

১।এরা হালাল রুজি খায় (হারাম খেয়ে রক্ত অপবিত্র করে না)
২।এরা সত্য কথা বলে তাই দুনিয়াবি ফেইত্নাহ এড়িয়ে চলে
৩।এরা সংকল্পে দৃঢ়
৪।এরা আমলের এর প্রতি যত্নবান তাই নিয়মিত আমল করে
৫।এরা সরবখখন আল্লাহ এ স্মরণ করে তাই ফরজ সুন্নত এমনকি নফল ইবাদত সমুহ ছুটে যেতে দেয় না
৬।এরা দৃষ্টির হিফাজত করে তাই মনে কু দৃষ্টি নেই
৭।এরা নিজের আয়নায় নিজেকে দেখে তাই নিজেকেই খারাপ ভাবতে দেরী করে না
৭।এরা দৃঢ়তার সাথে ইবাদত করে তাই কারো তাবেদারি করতে গিয়ে ইবাদতকে অগ্রাহ্য করে না
এরাই হয় আল্লাহ্বালা বাকি সব লোক দেখানি

Friday, October 19, 2018
Topic(s) of this poem: spiritual
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success