আমার তিন প্রীতি / Amar Tin Priti Poem by Rhymer Rhymer

আমার তিন প্রীতি / Amar Tin Priti

Rating: 5.0

*জ্ঞানী লোকের আলামত ৩ টিঃ
ক) দুনিয়াকে তুচ্ছ ভাবা, খ) সহিষ্ণু থাকা, গ) বিপদে ধৈর্যধরা।
*মুমিনের আলামত ৩ টিঃ
ক) নিয়মিত ছালাত, খ) রাত জেগে ইবাদত, গ) সাদকা।
*আহাম্মকের আলামত ৩ টিঃ
ক) ফরজ ইবাদতে অবহেলা, খ) জিকির বাদ দিয়ে অতিরিক্ত কথা বলা, গ) আল্লাহ র বান্দাদের ত্রুটি বেরকরা।
*ধৈর্যশীলের আলামত ৩ টিঃ
ক) সম্পরক ছিন্নকারীর সাথে সম্পর্ক রাখা, খ)বঞ্চনাকারীকে দান করা, গ)জুলুমকারীকে অভিশাপ না দেয়া।
*তউবাহকারীর আলামত ৩ টিঃ
ক) হারাম পরহেজকরা খ) জ্ঞান সন্ধানে ধৈর্য ধরা, গ) পাপের দিক্র ফিরে না যাওয়া।
*অলসের আলামত ৩ টিঃ
ক) ইবাদতে অলসতা, খ) ছালাতে অলসতা, গ) অপচয় ও কাজে ত্রুতি করা।
*মোনাফেকের আলামত ৩ টিঃ
ক) মিথ্যা বলা, খ) ওয়াদা ভঙ্গ করা, গ) আমানতের খিয়ানত করা।
*হিংসুকের আলামত ৩ টিঃ
ক) চাটুকারিতা খ) পিছনে গীবত গ) অপরের দুঃখে আনন্দিত হওয়া।

((আলি রাঃ এর প্রতি হুজুর সঃ এর অছিয়ত থেকে))

Monday, April 2, 2018
Topic(s) of this poem: addiction
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 24 August 2019

wonderfully written these bad signs! ! !

0 0 Reply
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success