ফিরে এলো (Back Again) - Poem In Bengali Poem by banamala sen

ফিরে এলো (Back Again) - Poem In Bengali

অনেক দিন আগে গাইতেম যে গান,
কি করে ফিরে এলো আজ,
নতুন করে আমার প্রাণে?
ফুলগুলো আজ এত রঙীন কেন,
আকাশ আজ এত নীল যেন,
তুমি যে আছো আমার জীবনে।
 
ভুলে গিয়েছিলাম এত রঙ আছে আকাশে,
ভুলে গিয়েছিলাম এত আনন্দ আছে বাতাসে,
তোমার প্রেম ফিরিয়ে দিলো আমার প্রাণ,
ফিরিয়ে দিলো মধুর যতো গান।
 
তাকাই চারিদিকে, কিছুই যায়নি হারিয়ে,
গোপন হয়ে ছিল, প্রাণের অন্তরালে,
দিলে তোমার সুর, দিলে একটু রঙ,
অনির্বচনীয় সুখে, গেলো ভুবন ভরে।

কখনো দূরে যাইনি সরে,
বাগান ভরে গেছে ফুলে ফুলে,
কেউ আসেনি কুড়িয়ে নিতে,
কেউ আসেনি গোপন ভালোবাসায় তুলে দিতে,

সেই সলজ্জ উপহার,
বিধাতার দান,
প্রাণের সখীর জন্যে
অনেক সযতনে।
 
এবার এক সুখের যাত্রা শুরু,
হোক না সে অল্প একটুখানি,
সে বড়োই মধুর, তুলনাহীন,
আমার পথের চলায় বড়োই দামী।

Monday, May 21, 2018
Topic(s) of this poem: happiness,love
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 16 April 2019

সেই সলজ্জ উপহার, বিধাতার দান, প্রাণের সখীর জন্যে অনেক সযতনে।....so true and touching. Beautiful poem with nice theme. Thanks for sharing.

1 0 Reply
Banamala Sen 16 April 2019

Thank you for reading my poem in Bengali, and leaving inspiring comments (and a great rating) ! Really appreciate. Your comments are valuable in my journey.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success