কিছুক্ষণ আগে ধারণকৃত এটা।
প্রথমে মনে হবে লেপ্টে যাওয়া
মুদ্রণ: রেখাগুলো ঝাপসা, ধূসর সব ফুটকি
মিশে একাকার হয়ে গেছে কাগজে;
তারপর, যখন ভালো করে দেখবে
এটা, বাম-হাতের কোণার দিকে দেখতে পাবে
শাখার মত একটা জিনিস: একটা গাছের অংশ
(দোপাটি বা ওরকমই কিছু একটা) ফুটে উঠছে
আর, ডানদিকে, মাঝামাঝি উচ্চতায়
ওটা মৃদু ঢালের ওপর ছোট্ট ফ্রেমের
একটা বাড়িই হওয়া উচিত।
একটা হ্রদ আছে পশ্চাদভূমি জুড়ে,
আর তার পেছনে, অনুচ্চ কয়েকটা পাহাড়।
(আমি জলে নিমজ্জিত হবার পরদিন
ছবিটা ধারণ করা হয়েছিলো।
হ্রদের মধ্যে আমি, ছবিটার
কেন্দ্রস্থলে, জলপৃষ্ঠের একটু নিচেই।
এটা বলা খুবই শক্ত যে, কোথায়
থেকে গেছি সংক্ষিপ্ততায়, কিংবা
কতোটা ছোট বা বড় দেখাচ্ছে আমাকে:
আলোতে জলের প্রতিচ্ছবি
একটা পরিবর্তিত রূপে ধরা পড়েছে
কিন্তু তুমি যদি দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে থাকো
শেষ অব্দি
দেখতে সক্ষম হবে আমাকে।)
* Bengalized by Rahman Henry
** Original:
This Is A Photograph Of Me- Poem by Margaret Atwood
self discovery in the crystal mirror like water- হ্রদের মধ্যে আমি, ছবিটার কেন্দ্রস্থলে, জলপৃষ্ঠের একটু নিচেই। /// absolute translation, thanks for sharing