সময় আসবে
যখন, মহা উল্লাসে
নিজগৃহদ্বারে পৌঁছে, নিজেকেই
অভিনন্দিত করবে এবং নিজেরই আয়নায় দাঁড়িয়ে
পরস্পরের মুখ দেখতে দেখতে অভ্যর্থনা বিনিময়ের হাসি হাসবে,
আর বলবে, বসো এখানে। পানাহার করো।
এবং সেই আগন্তুককে আবারও ভালোবাসবে যে তোমার নিজস্ব।
দ্রাক্ষাসুধা দাও। আহার্য দাও। তোমার হৃদয়টাকে ফিরিয়ে সঁপে দাও
তার কাছে, সেই আগন্তুককে যে ভালোবেসেছে তোমাকে
তোমার সারাটা জীবন, যাকে উপেক্ষা করেছিলে
আর কারও জন্যে, যে অন্তর দিয়ে তোমাকে বুঝতো।
বইয়ের তাক ঘেঁটে প্রণয়লিপিকাগুলো নামাও,
ছবিগুলো নামাও, নামাও বেপরোয়া চিরকুটাদি,
আয়না থেকে তোমার চেহারাগুলো নামিয়ে নামিয়ে পালা দাও।
বসো। জীবনের ভোজোৎসব হোক।
* Bengalized by Rahman Henry
** Original:
Love After Love- A Poem by Derek Walcott
Beautiful Banglaion