পাহাড় নিলাম বেছে ।। হাবার্ড সিমন
নিমাঞ্চল ডাকছে আমায়
লোভ জাগছে জবাব দিয়ে দি’
বলছে বাসের বাড়ি দেবে
লাগবে না তার ফি
বিপুল পাহাড় নড়ছে চড়ছে
উঠতে বলছে চোখের ইশারাতে
অধিকতর কঠিন সে পথ
পিছলে অনেক খাঁজ রয়েছে তাতে
দুয়ের ভেতর দুইই বাছা দায়
বুঝে শুনেই বাছাই করতে হবে
প্রজ্ঞা ঢেলে স্থির করা চাই
ললাট-লিখন তাতেই স্থায়ী ভবে
আমি তখন পাহাড় নিলাম বেছে
অারোহনের বিরতি নেই জেনো
আমি যখন পাহাড় নিলাম বেছে
সারাজীবন উঠতে হবে মেনো
আমি তখন পাহাড় নিলাম বেছে
* বাঙলায়ন: রহমান হেনরী
** Bengalized (Translated into Bengali) by Rahman Henry
@ Rahman Henry