Confronting Darkness (অন্ধকারের বিরুদ্ধে) Poem by Rabindra Gope

Confronting Darkness (অন্ধকারের বিরুদ্ধে)

Leaping over the barbed wire I saw you once
And learned your story of surrender to light,
Grasping the darkness, how long you’ll surrender life to sleep
With accumulation of sufferings you’re becoming old,
Does anybody know time of youe sleep?

I prepare to fight against darkness...
With thundreour sound of bomb I have to wake you up.

I want to see, only once
Waking up of you all on a sudden...
Rammaging your museum I’ll wipe out all your memory
I’ll decorate you aagain in a newer form,
I will wake you up in the festival of light on the colour of youthfulness.

From the star-enriched empire, which pirate took you up
And smeared on your face and eyes inabriation of dejected slumber!
I will face that bandit...

With great enthusiasm of winning the battle I, a feral lover of grenade
Shall wake you up, and plant on your bosom talisman of youthfulness.



কাঁটাতারের বেড়া টপকে তোকে দেখে নিলাম
জেনে গেলাম আলোর কাছে তোর পরাজয়ের গল্প,
অন্ধকারকে আঁকড়ে আর কতকাল ঘুমের কাছে বিলাবে জীবন
পুঞ্জিত রাত্রির দুঃখে বাড়ছে বয়স,
কেউ কি জানে তোর ঘুমের বয়স?

অন্ধকারের বিরুদ্ধে আমার যুদ্ধ আয়োজন...
বোমা ফাটার শব্দে তোকে আমার জাগাতেই হবে।

বিস্ফোরণের শব্দে হঠাৎ জেগে ওঠা তোকে
দেখে নিতে চাই, একবার দেখে নেব...
তোর জাদুঘর তছনছ করে সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলে
নতুন করে সাজাবো আবার,
জাগাবো আবার যৌবনের রঙে আলোর উৎসবে।

নক্ষত্রের সমৃদ্ধ সাম্রাজ্য থেকে কোন জলদস্যু তোকে তুলে এনে
চোখে মুখে মেখে দিল ঘুমের বিষাদ নেশা!
আমি তার মুখোমুখি হবো...
যুদ্ধ জয়ের নেশায় গ্রেনেডের প্রেমে উদ্যম প্রেমিক
তোকে জাগাবো, তোর বুকে এঁকে দেবো যৌবনের রাজটিকা।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rabindra Gope

Rabindra Gope

Brahmanbaria
Close
Error Success