Path of Pain-stricken Life (ব্যথিত জীবন ধারা) Poem by Rabindra Gope

Path of Pain-stricken Life (ব্যথিত জীবন ধারা)

Can't you see me? Can't you see me?
Whenever your eyes scan, wherever you place your hands, there I remain
Garland of past days remain in the memory, deep into my bosom
Liquid melodies of diurnal condensed hurting.

Can't you memorize looking at the dew-drenched faces of the grass?
Can't you consider the by-gone days filled with discord, division and dejection?
Deep in heart many flowers of life shred to pieces unnoticed
Pain tortured face of the youth more painful than Crucified Jesus
Offerings of sound is disturbed to life as peremptory precept

Can't you see me? Can't you see me?
The poet covering his body with wrapper of dejection
See how the river dances with the sound of waves, the forest is carefree
Shadow of heart encompasses the flows of pensive life.

Can't you see me? Can't you see me?
May be you would not utter, may be you wont seek, or shall you speak
May be it's not me, but someone else who is reciting
When he sees the full moon, utters, O moon, become a witness

When we both will forget the soiled pages of past memories
If only we remember the memories at the colour of the evening
Soundless with pain, you slowly speak out,
Today where are you, speechless lonely statue of stone.


তুমি কি আমাকে দেখতে পাচ্ছো না, তুমি কি আমাকে দেখতে পাচ্ছো না
যেখানে তোমার চোখ যাবে যেখানে রাখবে হাত সেখানেই আমি
বুকের ভেতর স্মৃতির ভেতর অতীত দিনের গাঁথা মালা
ঝরে পড়বে রাত্রিদিনের জমাট ব্যথার তরল সঙ্গীত।

শিশির ভেজা ঘাসের মুখ দেখেও কি মনে পড়বে না
মনে পড়বে না যেদিন গেছে বিরোধে বিভক্ত বিরহের বেলা
হৃদয়ের গভীরে জীবন থেকে নেয়া কত ফুল অনাদরে ঝরে গেছে
ক্রুশবিদ্ধ যিশুর চেয়েও যন্ত্রণায় কাতর যুবক
জীবনের কাছে মৃত্যুর অমোঘ নিয়মে শব্দের অঞ্জলি বিলায়।

তুমি কি আমাকে দেখতে পাচ্ছো না, তুমি কি আমাকে দেখতে পাচ্ছো না
দুঃখের নামাবলী পরে শহরে শহরে এক কবি
শব্দের স্রোতে নদীকে নাচাচ্ছে কেমন, বনভূমি নির্বিকার
হৃদয়ের ছায়া ক্রমেই উজাড় হচ্ছে ব্যাথিত জীবন ধারায়।

তুমি কি আমাকে দেখতে পাচ্ছো না, তুমি কি আমাকে দেখতে পাচ্ছো না
হয়তো বলবে না হয়তো বলবে না ঠিকই বলছো হয়তো না।
হয়তো আমি না অন্য কেউ দাঁড়িয়ে কবিতা পড়ছে
পূর্ণিমা চাঁদের শরীর দেখে যে বলেছিল চাঁদ তুমি স্বাক্ষি থেকো।
যখন আমরা দুজন ভুলেই যাবো অতীত স্মৃতির মলিন পাতার
কালো কথা, স্মৃতিগুলো সন্ধ্যার রঙে যদি মনে পড়ে
ধীরে ধীরে বেদনায় শব্দহীন বারান্দায় তুমি কথা বলো
আজ তুমি কোথায় তুমি কি নির্বাক একাকী মর্মর মূর্তি।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rabindra Gope

Rabindra Gope

Brahmanbaria
Close
Error Success