অব্যক্ত অভিমান (Heartache) Poem by Arun Maji

অব্যক্ত অভিমান (Heartache)

Rating: 5.0

চলে যাবো। পাক্কা চলে যাবো।
কিন্তু কোথা যাবো?

পরিত্যক্ত দ্বীপের মতো
দুঃখ বুকে
জেগে আছে ক্ষোভ, জেগে আছে অভিমান।
নিশুতি রাতের মতো
শূণ্যতা বুকে
জেগে আছে চোখ, জেগে আছে আশা।
কেন? কার তরে?

স্বপ্নে আসা পাখিটি কে?
সে আসে কেন? হাসে কেন?
তার আগমনে
প্রাণে সুখ আসে কেন?

হোক সুখ। তবু চলে যাবো।

কিন্তু একা একা যাবো?
কাউকে না বলে যাবো?
কাউকে গাঢ় করে ছুঁয়ে
কেঁদে একটু যাবো না?

কিন্তু কে আছে?
কার জন্য কাঁদবো?

নাহঃ কাঁদবো।
তবুও একটু কাঁদবো।
না হয় স্বপ্নের সেই পাখিটাকেই
শুনিয়ে শুনিয়ে কাঁদবো।

নীরবে তো কত কাঁদি!
তো একটু শুনিয়ে শুনিয়ে কাঁদবো না?

শোনো পাখি, চলে যাবো।
একদিন কোথাও না কোথাও
পাক্কা চলে যাবো।

যাওয়ার আগে
অভিমান বুকে
একটু কেঁদেও যাবো।

© অরুণ মাজী
Painting: Xie Chuyu

অব্যক্ত অভিমান (Heartache)
Saturday, September 22, 2018
Topic(s) of this poem: bangla,heartache,love,passion,romance
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 22 September 2018

কিন্তু কে আছে? কার জন্য কাঁদবো? .....here is the essence of the poem. A beautiful poem on love and heartache is being shared amazingly.10

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success