হুজুর বক্ষ উন্মুক্ত কি / Hujur Bokhkho Unmukto Ki Poem by Rhymer Rhymer

হুজুর বক্ষ উন্মুক্ত কি / Hujur Bokhkho Unmukto Ki

Rating: 5.0

" শরহে ছদর"
আমার কুরবিয়াতের জন্য কারো কারো বক্ষ উন্মুক্ত
এ এক নূর যা বান্দার বক্ষে ঢুঁকে তার পর্দা খুলে দেয়
বান্দা আমার সন্তোষটি হাসেল করলে তা হয়
"সে আলোর এক প্রান্তে আমি আর অন্য প্রান্তে অই বান্দাহ"
হিপনোটিজম এর খেলা যেনও এক
একজন অন্যজনের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে
আমার ইচ্ছা একটা অদৃশ্য রশ্নি হয়ে তোমার মনকে নিয়ন্ত্রণ করবে
বান্দা র আল্লাহর অদৃশ্য বন্ধন
তাই আল্লাহর যারা হয়েছে তাঁদের সাথে সাধানে কথা বোলো
বেয়াদবি না হয়
স্বয়ং আল্লাহ এঁদের পক্ষে যুদ্ধ করে থাকেন
হুজুর এদের কিছু সংক্ষিপ্ত লক্ষণ?
১। এঁরা নফসের ঘোড়া কে বসে এনেছে। আমরা নফসের দাস। এঁদের দাস নফস।
২। এদের কামেল ঈমান। দুনিয়া আমাদের কাছে মূল্যবান। দুনিয়ার আসবাব এঁদের আকর্ষণ করাতে পারে না।
৩। এঁরা সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত। মরণ তাঁদের কাছে প্রিয়তমকে পাবার দ্বার। মরণ এঁদের সম্মানে ভীত এঁরা মরণে ভীত নয়।

((সয়দ আব্দুর রশিদ জৈনপুরী রহঃ এর ধর্ম দর্শন পড়ে))

Thursday, October 4, 2018
Topic(s) of this poem: mysterious
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 24 August 2019

" শরহে ছদর" আমার কুরবিয়াতের জন্য কারো কারো বক্ষ উন্মুক্ত এ এক নূর যা বান্দার বক্ষে ঢুঁকে তার পর্দা খুলে দেয় বান্দা আমার সন্তোষটি হাসেল করলে তা হয় " সে আলোর এক প্রান্তে আমি আর অন্য প্রান্তে অই বান্দাহ" /// beautiful

1 0 Reply
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success