ইল্লালাহ ইল্লালাহ ইল্লালাহ ইল্লাল্লাহ জিকির/Illallah Illallah Illallah Illallah Jikir Poem by Rhymer Rhymer

ইল্লালাহ ইল্লালাহ ইল্লালাহ ইল্লাল্লাহ জিকির/Illallah Illallah Illallah Illallah Jikir

Rating: 5.0

** ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ **
এই জিকির নিয়ে অনেক ওয়াজিয়ান বেঙ্গ করেন!
অথচ কে এনেছেন?
এর অর্থ কি দাঁড়ায়?
শানে নুজুল জানে না কিন্তু বেঙ্গ করে!
এটা একটা কাল্বি জিকির।
এই জিকিরের নাম ইছবাতে মোজাররাদ!
এটা চিশতিয়া তরিকার জলি জিকিরের অন্তর্গত নফি ইসবাতের পর আর একটি অতি শক্তিশালী জিকির। (একমাত্র ছালাম আবাদ শরীফে এই জিকিরটির তালিম দেওয়া হয়, আমার জানা মতে)) !
হাসি তামাশাকারীরা এর মর্ম বুঝতে অক্ষম!
চিনি আর নুন উভয়ই সাদা কিন্তু না খেলে কি বুঝবে কালা!
এই জিকির আরশ থেকে জমিনের সর্ব নিম্ন পর্যন্ত সকল ইলাহ কে অস্বীকার করে বলে আল্লাহ তুমি ছাড়া
(ইল্লাল্লাহ)) ! !
তাই ইল্লালাহ ঘন ঘন কাল্বে জবর দিতে হয়!
প্রথমে নিয়াতঃ
আমি আমার কাল্বের তরফ মুওাযযাহ আছি,
আমার কাল্ব আমার হুজুর কিব্লার উছিলায়
আল্লাহ তা'আলার আরশের দিকে মুতাওাযযাহ।
ইসবাতে মোজাররাদের ফায়িজ আমার কাল্বে আসুক!
দ্বিতীয়ত ঃ
এক শ্বাসে এই জিকির টি পড়তে হবেঃ
"আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া জালজালালি ওয়াল ইক্রামি আশহাদু আন্না ক্কুলা মা'বুদিন মিন্দুনি আরশিকা ইলা মুন্তাহা ক্কারারিল আরদিনা বাতিল"
তৃতীয়ত ঃ নতুন শ্বাস গ্রহন করে এক শ্বাসে যত বার পারা যায় ইল্লালাহ কাল্বে পুনঃ পুনঃ জবর দিতে হবে।
দিলের মধধে আল্লাহ ছাড়া সকল মাবুদ
উঠে যাওয়ার হাল আসবে!
এটা অনুশিলনের বিষয় যা ব্যাখ্যায় নয় কাজে!
অনেক জাহিরিআলিম এই জিকির টি নিয়ে বলে থাকে যে ওরা শুধু ইল্লাল্লাহ বলে মানে আল্লাহ নাই আল্লাহ নাই!
আগপাছ না জেনে না বুঝে অনেক মন্তব্য হয় আর ভবিষ্যতেও হবে!
এই ফেত্নার যুগে "ফানা" "বাকা" "খফি" "জলি" এগুলো আরও কঠিন হবে মোনাফেকদের ব্রেইনে!
ওরা জাহিরি আলিম এক পাখাওালা!
সত্যিকার আলিম জ্ঞানের পাখি!
তার উড়তে দুই পাখা আছে-ইল্মি জাহির আর ইল্মি বাতিন!


সংক্ষিপ্ত / সুত্র সিরাজুছ ছালিকিন

Monday, April 2, 2018
Topic(s) of this poem: remember,remembrance
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 16 September 2019

No; None; Nothing! without Him but yes, He is Everything! remember Him through the entire soul hymn take note in this " Nothing" exist " Everything" of " Him" !

1 0 Reply
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success