ঝিকিমিকির ছন্দে দোলে / Jhikimikir Sonde Dole Poem by Rhymer Rhymer

ঝিকিমিকির ছন্দে দোলে / Jhikimikir Sonde Dole

Rating: 5.0

ঝিলিক ঝিলিক
আলোর ঝিলিক
জলের উপর রেশ্মি ফিনিক
কাজলা কালো
মনটা ভালো।

ঝিলিক ঝিলিক
শাটার কিলিক
মিষ্টি হাসি
ছবির পোজে
নতুন খোঁজে।

ঝিলিক ঝিলিক
ঢেও এর তালে
দল বেঁধে সব
পাতি হাঁসে
চোখ যে ফ্ল্যাশে।

ঝিলিক ঝিলিক
কোন সে ঝিলিক
হ্রদয় নাচা
সকাল বেলায়
সূর্য মামায়।

ঝিলিক ঝিলিক
ফর্সা দাঁতে
চেহারাতে
মানানসই
ডাকলো কই।

ঝিলিক ঝিলিক
জলের ঝিমিক
ছন্দে দোলে
ঢেও যে তোলে।

Wednesday, April 18, 2018
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 26 August 2019

ঝিলিক ঝিলিক কোন সে ঝিলিক হ্রদয় নাচা সকাল বেলায় সূর্য মামায়। ............/// beautiful rhyme

0 0 Reply
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success