কে নিজেকে চিনেছে আর ধরে ফেলেছে Ke Nijeke Chenese Ar Dhorefelese Poem by Rhymer Rhymer

কে নিজেকে চিনেছে আর ধরে ফেলেছে Ke Nijeke Chenese Ar Dhorefelese

Rating: 5.0

যে নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে
নিজ সম্পরকে জ্ঞান প্রভুর দিকে নিয়ে যায়
তবে পাইনা কেনও তাকে
এ পথে বিশাল বাঁধা আছে
দুটোই নিজের ভিতর থেকে
নিজের অহমিকা বা আত্তা
আর তাকে ঘিরে ধরে বসে থাকা শয়তান
শয়তান তাড়ানো যতো সহজ
নিজেকে সুফি বানানো অনেক অনেক গুন কঠিন
আবার আল্লহ র দয়া হলে কিছুই না
সবাই কে কি সমান ভাবে দয়া দেয়া হয়
কেও বেশী কেও কম পাবে
শেষ বিচারে সব সমান করে দেয়া হবে
তাই বলে চেষ্টা ফেলে বসে থাকা
আল্লাহ র সাথে অভিমান নেই
তা খাটানোর চেষ্টা অ বিপদজনক
সঠিক ইবাদত অর্থ বাতেনি ইবাদত
মনের নিয়ন্ত্রন
মন নিয়ন্ত্রন হবে আল্লাহ দারা
মনে আল্লহ কে বসিয়ে
সকল গায়রুল্লাহ কে বিদায় দিতে হবে
ত বে মন পরিচ্ছন্ন হবে
ইবাদতে স্বাদ আসবে
না হলে পচা পাত্রে ঘি ঢালাহবে
আগে মন ঠিক পরে ইবাদত
তাই মনের বা আত্তার চিকিৎসক দরকার
পাখির দুই পাখা
জ্ঞানের দুই শাখা
এল্মি জাহির আর এল্মি বাতেন
একমাত্র আধ্যাত্মিক গুরুই নিজেকে চিনতে পারে ধরতে পারে
নিজেকে যে ধরে ফেলেছে মরন তাকে দেখে ভয় পায়

Saturday, May 12, 2018
Topic(s) of this poem: feeling
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 06 September 2019

মনে আল্লহ কে বসিয়ে সকল গায়রুল্লাহ কে বিদায় দিতে হবে ত বে মন পরিচ্ছন্ন হবে ইবাদতে স্বাদ আসবে না হলে পচা পাত্রে ঘি ঢালাহবে...../// well introspective expression

1 0 Reply
Rus Mer 06 September 2019

thank you dear poet

0 0
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success