Keno Kabita Likhi (Why Do I Write Poetry) - Language: Bengali Poem by Malabika Ray Choudhury

Keno Kabita Likhi (Why Do I Write Poetry) - Language: Bengali

Rating: 5.0

মাঝে মাঝে মনে হয় শুধু কবিতা লিখেই দিন কাটিয়ে দিই।
সংসারে কতো কাজ আছে, কতো দায়িত্ব আছে,
সবই করি।
শুধু মাঝে মাঝে মনে হয় -
মনটা আকুল হয়,
সব ব্যস্ততা, সব দু: খ, একপাশে সরিয়ে রাখি,
যে সুখ পাওয়ার ছিল, তা আর পাবো না,
না-পাওয়ার অতৃপ্তি থেকেই যাবে জীবনে,
নদীর জলের মতো দিনগুলো তো আর ফিরে আসবে না,
বয়েই যাবে, বয়েই যাবে, মোহনার দিকে।
 
জীবনের প্রভাতবেলায় কোন এক সুখের দিনে,
কার অমলিন ভালোবাসা এসেছিল কূল ছাড়িয়ে,
ব্যস্ত ছিলাম অকাজে।
ফিরে তাকাই নি।
আজ আমার কবিতা আমাকে শান্তি দেয়,
সেই সঙ্গীত নিয়ে আসে আমার অনুভূতিতে,
আমি শান্ত হই।

Saturday, June 30, 2018
Topic(s) of this poem: love,peace
COMMENTS OF THE POEM
Sheikh Shadi Marjan 30 June 2018

সুন্দর প্রকাশ। শুভেচ্ছা নিরন্তর। লেখা চলুক অবিরাম...........................

1 0 Reply

আপনার comments আমাকে প্রেরণা দিল। অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্যে। আশা করি আরও লিখতে পারবো।

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success