আত্ম প্রতিহিংসা (L'heautontimoroumenos - The Man Who Totured Himself Poem by Madhabi Banerjee

আত্ম প্রতিহিংসা (L'heautontimoroumenos - The Man Who Totured Himself

আত্ম প্রতিহিংসা
মারবো আমি তোকে ঘৃণা না করে রাগ না দেখিয়ে
যেন এক কসাই।
খসাবো তোর চোখের পাতা
যেমন মুসা থেকে হয় মস ছাড়াই।।
তৃষ্ণা মেটাবো আমার সাহারার
প্লাবন আনবো দুঃখের জলধারার।
আমার অভিলাষ আশায় স্ফীত হবে
লোনা জলে তোর কাটবো সাতার।।
আমর হৃদয় পানে বিভোর
তরীটি যেন তুলে দেওয়া নোঙর।
ঢাকের নাদের মতো
শব্দ্তুলে বাজবে কান্ন তোর।।
আমিকি নির্ভূল এই দিব্য গানে?
আমি গর্বিত এক ব্যঙ্গভুক।
দিচ্ছে নাড়া যন্ত্রনায় প্রতিনিয়ত
বিদ্ধ করছে আমার বুক।।
সে রয়েছে স্বরে -অসহ্য দজ্জাল
সে আমার রক্ত- তীব্র কালকূট।
আমি সে উতকট জাদু আয়না
দেখে সে অহর্নিশ নিজ ধূর্ত মুখ।।
আমি চপেটাঘাত আমি গাল
আমি ক্ষত আমি ছুড়িকা।
আমি জহ্লাদ আমি বলি
আমারই দেহ আমি চাকা।।
আমা আমার হৃদয়ে এক রক্তচোষা
আমি ছন্নছড়া গৃহহীন।
প্রতী কারে কয় জানিনা
আনন্দের হাসি হাসবো না কোনোদিন।।

Monday, May 2, 2016
Topic(s) of this poem: self discovery
POET'S NOTES ABOUT THE POEM
baudelaire's poem
COMMENTS OF THE POEM
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success