মতো(Like) Poem by Madhabi Banerjee

মতো(Like)

একদিন আমার এক বান্ধবী এসে বলল
‘এই তোর প্লাস্টিকের টেবিলটা না একেবারে আসল কাঠের মতো'
তাইতো, আমরা তো সব মতো নিয়েই বেশ থকি,
স্বামী মহাদেবের মতো
বউমা লক্ষীর মতো
ছেলে কার্তিকের মতো
দেবর লক্ষনের মতো
আর ননদ জটিলা-কুটিলার মতো
কখনো কখনো কেহ কেহ রাক্ষসের মতোও হয় বটে।
মিউজিয়ামে চার হাজার বছরের মমি দেখেও
বলি'ঠিক জ্যান্ত মানুষের মতো।

যখন আমাদের আসলের ঘাটতি পরে
তখনই আমরা মতো'র দিকে ঝুঁকি
অন্তরে ঘাটতি কুড়ে কড়ে খায়
ভীত হই- -
যখন দেখি আমার আসেপাশের জ্যান্ত মানুষগুলোকে
আসল মমির মতো।

Saturday, May 14, 2016
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success