ধরিত্রী পুত্র Poem by Madhabi Banerjee

ধরিত্রী পুত্র

Rating: 5.0

ধরিত্রী পুত্র
মাধবী বন্দ্যোপাধ্যায়


নিষ্পাপ শিশু
বয়স্কা মহিলা
যুবক ছেলে
এদেরে মেরে যে সিংহাসন অধিকার করতে চায়
তাদেরকে এক প্রশ্ন আছে আমার
মৃত মানূষগুলোর সাথে কোনো সম্পর্ক ছিল না তোমার?

এক ধর্মের নাও হতে পারে তারা,
হতে পারে তারা ভিন্ন রংএর পতাকা বাহক
এই ধরিত্রীর সাথে কি ওদের কোনো সম্পর্ক ছিল না?
‘ধরিত্রী মা আর আমরা সবাই ধরত্রী পুত্র, '
অথর্ব বেদের এই মন্ত্র কি শুধুমাত্র জপ করার জন্য
বেঁচে থাকার জন্য নয়।

COMMENTS OF THE POEM
MAHTAB BANGALEE 08 December 2022

We are religious for chanting the rosary; Everything is forgotten when we come to reality only intoxicated by fanaticism!

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success