জিকির বার্তা...১... Message Of Jikir...1.... Poem by Rhymer Rhymer

জিকির বার্তা...১... Message Of Jikir...1....

জিকর বা জিকির স্মরন করা
স্মরন হয় মন থেকে
মন বা অন্তর বা ক্কাল্ব সাধারনে বলে কলব
যাকে আয়নার সাথে তুলনা করা হয়
এটা বিশুদ্ধ হলে আয়নার মত আলোক ছড়ায়
সব কিছু আয়নার মত অন্তরে দেখা যায়
এর ইংরেজি শব্দ হার্ট বা মাইন্ড আর এরাবিতে ক্কাল্ব কলব বলে
এটা একটা নুরের গোশতের টুকরা যা ঐ রক্ত পাম্পকারির মধ্যেই আছে
আধ্যাত্মিক সুফিদের মতে ক্কাল্ব চোখের থেকেও বেশী শক্তিশালী
যা কথা বলে শুনে আর দেখতেও পারে
এটা একতা স্টেশন যাতে স্বয়ং আল্লাহ তার আসন বলেছেন
মানব দেহের আর কোন অংগকে আল্লাহ র আসন বলা হয়নি
এখানেই ইমানের বসবাস
এই অঙ্গ তি ঠিক থাকলে পুরো মানব দেহই ঠিক থাকে
আর এই অঙ্গ অশুদ্ধ হলে পুরা দেহই অশুদ্ধ হয়
মানুষের সকল কর্ম এই স্টেশন নিয়ন্ত্রন করে
সে যে দিকে চলে মানব কর্ম সে দিকেই চলে
একমাত্র আল্লাহ নামের জিকিরে সে শান্ত হয়
তার রোগ সারাবার অসুদ জিক্রুল্লাহ
হাদিসে কোরআনে এই বিষয়ে বহু দলিল আছে
আর যে বিষয়ে যত দলিল আছে সে বিষয় মানুষ অমান্য বেশী করে
ধর্মের জগতে আগে মন কে পবিত্র আর বিশুদ্ধ করার কথা বলা আছে
হিংসা ঘৃণা লোভ পরনিন্দা অহংকার এর মারাত্মক রোগ গুলির প্রধান
মারিফাত বা আল্লাহ প্রাপ্তি বিদ্যার ঘর এই জায়গাটি


চলবে সিরিয়ালি...২ দেখুন...

Saturday, May 19, 2018
Topic(s) of this poem: thinking ,thoughts
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success