The Message Of Jikir...1.... Poem by Rhymer Rhymer

The Message Of Jikir...1....

jikir or jikr means remembrance of Allah
remembrance comes from the heart
mind or qalb or heart to general as kolob
it is compared to mirror
when it is purified it diffuses light like a mirror
all hings are shown as in a mirror
it's English term is heart or mind and Arabic is qalb
it is a flesh made of noor found in the heart
to the spiritual sufies qalb is stronger than the eyes
it can speak, hear and can see too
it is a station where Allah himself told his seat
no part of human body is called the seat of Allah
here our iman lives
when it is in good condition then all body keeps good condition
and when this organ corrupts then all body keep corrupted
all human activities are controlled by this station
the direction it follows the human activity follow it
only the jikir of the name of Allah pacifies it
his medicine to cure is jikir
many documents can be cited over it
and the more documented a thing is, the more human tendency to disobey it
in the world of practice of religion, purifying the mind get preference first
its deadly diseases are jealousy, haterid, backbiting, egoism.pride etc
the path house to find Allah or marifat is it

জিকর বা জিকির স্মরন করা
স্মরন হয় মন থেকে
মন বা অন্তর বা ক্কাল্ব সাধারনে বলে কলব
যাকে আয়নার সাথে তুলনা করা হয়
এটা বিশুদ্ধ হলে আয়নার মত আলোক ছড়ায়
সব কিছু আয়নার মত অন্তরে দেখা যায়
এর ইংরেজি শব্দ হার্ট বা মাইন্ড আর এরাবিতে ক্কাল্ব কলব বলে
এটা একটা নুরের গোশতের টুকরা যা ঐ রক্ত পাম্পকারির মধ্যেই আছে
আধ্যাত্মিক সুফিদের মতে ক্কাল্ব চোখের থেকেও বেশী শক্তিশালী
যা কথা বলে শুনে আর দেখতেও পারে
এটা একতা স্টেশন যাতে স্বয়ং আল্লাহ তার আসন বলেছেন
মানব দেহের আর কোন অংগকে আল্লাহ র আসন বলা হয়নি
এখানেই ইমানের বসবাস
এই অঙ্গ তি ঠিক থাকলে পুরো মানব দেহই ঠিক থাকে
আর এই অঙ্গ অশুদ্ধ হলে পুরা দেহই অশুদ্ধ হয়
মানুষের সকল কর্ম এই স্টেশন নিয়ন্ত্রন করে
সে যে দিকে চলে মানব কর্ম সে দিকেই চলে
একমাত্র আল্লাহ নামের জিকিরে সে শান্ত হয়
তার রোগ সারাবার অসুদ জিক্রুল্লাহ
হাদিসে কোরআনে এই বিষয়ে বহু দলিল আছে
আর যে বিষয়ে যত দলিল আছে সে বিষয় মানুষ অমান্য বেশী করে
ধর্মের জগতে আগে মন কে পবিত্র আর বিশুদ্ধ করার কথা বলা আছে
হিংসা ঘৃণা লোভ পরনিন্দা অহংকার এর মারাত্মক রোগ গুলির প্রধান
মারিফাত বা আল্লাহ প্রাপ্তি বিদ্যার ঘর এই জায়গাটি


to be continued see jikir 2

Tuesday, May 22, 2018
Topic(s) of this poem: thinking ,thoughts
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success