Visiting the Pilgrimage of Life (প্রাণতীর্থে পারাপার) Poem by Rabindra Gope

Visiting the Pilgrimage of Life (প্রাণতীর্থে পারাপার)

Rating: 5.0

Soft melodious words of songs shatter down under your feet
Day and night shed down speeches of sleep of the peasant
Salt-scented crop of labour kiss dejected lips of pain-stricken girl
Love of untouched soil attracts close

Green damsel of meadow spreads love to you and me
And beacons at the endless bright light
An unknown baul kindles melodies deep into my heart
I've to return again at the endless caves of oblivion and I return

Again and again in the pilgrimage of life this journey goes on alone
Night pass away Madhobi exalts at the celebration of new dawn
Golden desire gradually spreads its roots deep into my bosom
Breaking the gate of night I again proceed in the endless moonbeam
In the celebration of dawn, we wake up, we start to talk

Drenched with nocturnal dew, green crops dance in the morning breeze
With soft footsteps of the peasant, rays of Sun wakes up and dance with joy
We walk all ay to find the soft footsteps of happiness
Green damsel sings of new crop walking along
Golden-faced crop will reach the abode; with hub-bub
In the heart with the full waves of soft melody, I shall to pilgrimage.


তোমার চরণ তলে গানের কোমল শব্দাবলী ঝরে পড়ে
ঝরে পড়ে রাত্রিদিন কৃষকের চোখের ঘুমের মৃদুভাষা
লোনা গন্ধমাখা শ্রমের ফসল ব্যথানম্র মেয়ের বিষণ্ন ঠোঁটে
চুমো খায়, নবোঢ়া মাটির ভালোবাসা কাছে টানে।

তোমাকে আমাকে ভালোবাসা দিয়ে মাঠের সবুজ মেয়ে
হাতছানি দেয় অন্তহীন উজ্জ্বল প্রভায়
মনের গভীরে ক্রমেই সুরের ঢেউ তুলে এক অজানা বাউল
বিস্মৃতির অতল গুহায় আবারো ফিরতে হয় ফিরে যাই।

প্রাণতীর্থে বার বার এই পারাপার একা একা পথ চলা
রাতেরা পালায় নতুন ভোরের আয়োজনে মাধবীরা মেতে ওঠে
হিরন্ময় সাধ ক্রমেই বুকের গভীরে শিকড় মেলে
তিমির দরোাজা ভেঙে অন্তহীন জোছনায় আমরা আবারো
নতুন ভোরের আয়োজনে জেগে উঠি কথা বলে উঠি।

রাত্রির কুয়াশা মেখে ফসলের সবুজ মেয়ে নেচে ওঠে ভোরের বাতাসে
কৃষকের ম'দু পদশব্দে রৌদ্রের হলুদ মুখ দেখে জেগে ওঠে নেচে ওঠে
প্রসন্ন পায়ের চিহ্ন খুঁজে সারাবেলা আমাদের এই পথ চলা
পথ চলতে চলতে নবান্নের গান গেয়ে সবুজ মেয়েটি
সোনামুখি ঘরে আসবে ব্যস্ত কলরবে
হৃদয়ে কোমল সুরের ঢেউ প্রাণতীর্থে হবো পারাপার।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rabindra Gope

Rabindra Gope

Brahmanbaria
Close
Error Success