পবিত্রতা/ Pobitrota Ki Poem by Rhymer Rhymer

পবিত্রতা/ Pobitrota Ki

পবিত্রতা শুধু দেহের নয়
মনের পবিত্রতাই আসল

মনের একটা বিশেষ অবস্থা
এর সাথে বাহ্যিক পবিত্রা ঠিক রাখতে হয়
সকল ভালাই এর সাথে যুক্ত
"তুমি কি ঐ সকল লোকদের দেখনি যারা নিজেদের পবিত্র মনে করে?
বরং আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন"
নিজেকে পবিত্র করে তা নিয়ে অন্যকে হেয় করলে
এ পবিত্রতার দাম থাকে না
অন্তরকে কলুষ মুক্ত রাখতে হবে

এক বুজুর্গ সরু গলি দিয়ে জুমায় যাচ্ছেন
পথটি অতি সরু আর তার পড়নে পরিচ্ছন্ন জুব্বা
পথের দুইধারে পানি
একটা কুকুর অপর প্রান্ত থেকে আসছিলো
কুকুর দেখে তিনি খুব বিরক্ত হয়ে তাচ্ছিল্লের সাথে কাপড় সামলে একপাশে দাঁড়ালেন
কুকুর চলে গেলো দেখে তিনি পথ চলা শুরু করলে
দুই কদম যেতেই তিনি আকাশপানে কুকুরে চিৎকার শুনতে পেলেন
অলিরা অন্য প্রাণীর ভাষা বুঝতে পারে
কুকুর চিৎকার করে বলছে
ঐ লোকটা এমন কি ভালাই করেছে যে তাকে অলি
আর আমি এমন কি খারাপি করেছি যে আমাকে ঘৃণিত প্রাণী বানালে?
যদি আমি ঘৃণার পাত্র না হই তবে আমাকে এভাবে এড়িয়ে গেলো কেনও?
অলি ভুল বুঝতে পেরে দৌড়ে গিয়ে কুকুরের কাছে ক্ষমা চেয়ে নিলেন
(তিনি মীর্জা জানে জানা শহিদ রঃ)

পবিত্রতা অহংকার আনলে
অনহঙ্কারির কি দিল পবিত্র হয়
অহংকারে জিবপ্রেম বিনাশ হয়
অহংকার সবথেকে বড় অপবিত্রতা
মাসজিদে মন্দিরে আতর গোলাপের তুলনায় জিবপ্রেম বড় জিনিস
চলবে...২।।

Thursday, October 11, 2018
Topic(s) of this poem: sacred heart
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 12 October 2018

holiness inside holiness outside rub out the rust wash off the dust be cleaned be crystal bin of GOD f or both slide (life and after life)

1 0 Reply
Rus Mer 12 October 2018

Your keen observation has made you great poet philosopher

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success