ঈশ্বর বন্দনা (Prayers) Poem by Abu Sayeed

ঈশ্বর বন্দনা (Prayers)

ডাকি তোমায় প্রভু, হে দয়াময়,
কর মোর পাপমোচন, কর পূণ্যময়।
পাপী আমি অদম গোনাহগার,
এই দুনিয়া জগত সংসার-
সবই তো তোমার।
দুঃখ দিয়ে কেন মাওলা কর অসহায়?
সৃষ্টি যদি করলে প্রভু তোমারই মায়ায়!
মানব মনের গুপ্ত কথা তোমারই জ্ঞাত।
অগ্নিপরীক্ষায় ফেলে করনা পরিত্যক্ত।
হে বিধাতা, মনের কথা-
বলতে তোমায় চাই,
বিলাপ করি, ভাষা তবু-
খুঁজে নাহি পাই।

তোমার বুলি এ অন্তরে করে দিও ঠাই,
দিবস-রজনী যেন তোমারই গান গাই।

Monday, January 25, 2021
Topic(s) of this poem: mystic,prayer
POET'S NOTES ABOUT THE POEM
A mystic poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success