প্রতেক নবি ই মেষপালক ছিলেন... ১...Protek Nobi I Meshpalok Chilen Poem by Rhymer Rhymer

প্রতেক নবি ই মেষপালক ছিলেন... ১...Protek Nobi I Meshpalok Chilen

মেষপালন এত গুরুত্বপূর্ণ ছিল কেন?
- - -
দলবদ্ধ মেষ সবাই সবাইকে অনুসরণ করছে তা মনে করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে।
৯. অন্ধ অনুসরণের কুসংস্কারের চক্রকে বুঝতে পারা ও সেটাকে সঠিক গতিপথে ম্যানিপুলেট করতে শেখা
-
একজন রাখালশিশু সারাদিন মেষপাল দেখেন। তারপর সন্ধ্যায় কিছু সময়ের জন্য দেখেন মনুষ্যপাল। তিনি এর আগে দেখেছেন কীভাবে ক্ষুধা-তৃষ্ণা-প্রজন্মায়নের মত জৈবিক তাড়নাগুলো মানুষ ও পশু উভয়কে একইভাবে প্রভাবিত ও তাড়িত করে। এরপর তিনি পর্যবেক্ষণ করেছেন কীভাবে জৈবিক আত্মতাড়নার বাইরেও প্রকৃতির ভারসাম্য একইসাথে মানুষ ও পশুকে আলোড়িত ও প্রভাবিত করে। অবশেষে তিনি দেখা শুরু করেন কীভাবে একটা পপুলেশনের একজন আরেকজনকে প্রভাবিত করে। বিশেষ করে নেতৃস্থান কীভাবে সমাজকে প্রভাবিত করে।
তিনি অবাক হয়ে দেখেন, সিঙ্গুলার হিসাবে প্রতিটা প্রাণ বেশ আনপ্রেডিক্টেবল। কিন্তু সমাজবদ্ধ অবস্থায় প্রতিটা প্রাণী বা মানুষ আলাদা হিসাবে রেজোনেট না করে ঢেউয়ে থাকা এক একটা কণা হিসাবে আন্দোলিত হয়। তার পাশেরগুলোর সাথে সমন্বিতভাবে ওঠে, আবার পাশেরগুলোর সাথে সমন্বিতভাবে নামে। এইযে সমন্বায়ন, এটা এককায়নের চেয়ে অনেক বেশি বিবেচনাহীন।
তিনি পর্যবেক্ষণ করেন, একটা ভেড়া কখনোই একা একা বোকার মত ঘুরতে থাকে না। কিন্তু যখনি কয়েকটা ভেড়া থাকে, তখন প্রথম ভেড়াটা তার সামনের ভেড়াকে অনুসরণ করছে মনে করে। এভাবে চলমান কিছুকে ঘিরে চক্রের সৃষ্টি হয়। গোল হয়ে সবাই ঘুরতে থাকে এবং মনে করে কাউকে অনুসরণ করছে।
তাঁরা ধীরে ধীরে অবাক হয়ে লক্ষ্য করেন, সমাজেও অনেক রীতি, নীতি, সংস্কার, রটনা, পরম্পরা ও নেতৃত্ব বনাম অনুসরণ এ পদ্ধতিতে চালিত হয় এবং এটাকে এড়ানোর কোন উপায় নেই। বরং এটাকে ম্যানিপুলেট করে পপুলেশনের ভারসাম্য রক্ষা করাই একমাত্র উপায়। কারণ মানব সমাজ কখনো এ ধরনের যৌথ তরঙ্গকে ছেড়ে আসতে পারবে না যদিও এ যৌথ মনোভাবের অধিকতর ক্ষতিকর, আগেপিছে বিবেচনা ছাড়া ও সঠিক কারণ ছাড়া একদিকে প্রবাহিত হওয়ার প্রবণতাই স্বাভাবিক এবং স্বত: স্ফূর্ত।



((help taken from Golam Dastagir Lisani))

Sunday, May 6, 2018
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 06 May 2018

ছেড়ে আসতে পারবে না যদিও এ যৌথ মনোভাবের অধিকতর ক্ষতিকর, আগেপিছে বিবেচনা ছাড়া ও সঠিক কারণ ছাড়া একদিকে প্রবাহিত হওয়ার প্রবণতাই স্বাভাবিক এবং স্বত: স্ফূর্ত।......thrilling expression with nice theme. Beautiful poem.

2 0 Reply
Rus Mer 07 May 2018

thank you for kind perusal

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success