স্বপ্নের নীড় (Sanctuary In My Dream) - Language: Bengali Poem by banamala sen

স্বপ্নের নীড় (Sanctuary In My Dream) - Language: Bengali

আমি কি স্বপ্ন দেখছিলাম?
কি করে মনের আকাশে ফিরে এলো সেই ছোট্ট নীড়,
খোলা জানালা, পুরোনো বইয়ের গন্ধ,
অতি পরিচিত প্রিয় সাথী!

যেন ঘুমের ঘোরের মধ্যে ফিরে এলাম
চেনা জগতে।
দরোজার সামনে আমার গোলাপ গাছ,
চোখে পড়লো, দুটি লাল গোলাপ ফুটে রয়েছে একই ডালে,
একই লতায়, পাতায়,
ভারী কাছাকাছি, ভারী অন্তরঙ্গ!

অতীত তো হারিয়ে যায় নি,
মিলিয়ে আছে বর্তমানেই!

Friday, August 3, 2018
Topic(s) of this poem: friendship,love,memory
COMMENTS OF THE POEM
Ratnamala 03 August 2018

Very sweet, childhood, books, two roses in same stem - brilliant. 1010

1 0 Reply
Banamala Sen 27 August 2018

Thank you. No memory is sweeter than childhood! No friendship is closer than childhood friends!

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success