শান্তি চাই কোথায় পাই /Shanti Chai Kothay Pai Poem by Rhymer Rhymer

শান্তি চাই কোথায় পাই /Shanti Chai Kothay Pai

..শান্তি চাই কোথায় পাই...
...............১..................
আমার শান্তি আসবে কিভাবে
আমি যে অন্নের চাদর ধরে টানাটানি করি
আমিত্ব বাদদেন
বেশী জাহির করার অভ্যাস ছেড়ে দেন
কিসের অহ্নকার যাকে একফোঁটা নাপাকি দিয়ে সৃষ্টি
একটু অসুখ হলেই কি নার্ভাস
অহংকার তো আল্লাহর
শান্তি আসে কিভাবে?
কার চাদর ধরে টানাটানি করছেন
নিজের মধ্যেই বড় শিরক
আর তা আমিত্বের অহংকার
রব যদি আল্লাহ হয়
এখানে আমি বলে তো কিছু নেই
আমি তো রবের গোলাম
শান্তি গোলামিতে আমিত্তে অশান্তি
গলাম কি কথা কয়
মনিবের চাকর হউন
কাচ সচ্ছ টলটলে ঝিলের মতো শান্তি
না হলে সাগরের মতো গর্জনে অশান্তির অজগর আপন মনে বসবাস! !

Thursday, September 20, 2018
Topic(s) of this poem: peace
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success