সৎকর্ম / Sot Kormo Poem by Rhymer Rhymer

সৎকর্ম / Sot Kormo

Rating: 5.0

কি কারণে সৎকর্ম করবো
লোকে দেখে ভালো বলবে
জনপ্রিয়তা অর্জন হবে

কে করে কেন করে
মনের স্ক্যান হয়ে যাক

ছুরতে শহিদ অনেক
আল্লাহ এদের জড় করে ডাকবেন এক এক করে
কি কারণে শাদত বরণ করেছো
উদ্দেশ্য আপনার সন্তুষ্টি
স্ক্যান হয়ে দেখা যাবে অন্তরে অন্যকিছু

ছুরতে আলেমের অভাব নাই
আল্লাহ এদের জড় করে ডাকবেন এক এক করে
কি কারণে এলেম অর্জন করেছো
উদ্দেশ্য আপনার নৈকট্য লাভ
স্ক্যান হয়ে দেখা যাবে অন্তরে অন্য কিছু

ছুরতে দানবীর ধনবান
আল্লাহ এদের জড় করে ডাকবেন এক এক করে
কি কারণে দান করেছো
উদ্দেশ্য মায়া দয়ার জন্য
স্ক্যান হয়ে দেখা যাবে অন্যকিছু

আল্লাহ মনের খবর স্ক্যান করার ক্ষমতা রাখেন
সৎ কর্মও অনেকাংশে মকবুল নহে
চিত করে দোজখে ফেলে দেয়া হবে
দান আল্লাহর সমর্পণে না হলে
আল্লাহর ওয়াস্তে না হলে
আমার জান
আমার মাল
আমার পরিজন
সব কি আল্লার ওয়াস্তে রাখার মন আছে
তবে সব ই ঃ পাথরের উপর সঞ্চিত মাটি
বৃষ্টি হলেই গড়িয়ে গলে পড়ে যাবে

Saturday, November 3, 2018
Topic(s) of this poem: honesty,kindness
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 03 November 2018

O' unstable mind Be the show case for the sake of GOD Do everything for the sake of GOD Be honest in doing As the God's best created being Everywhere do everything, every-time To make you philanthropic and make others fine ..... /// nice writings

1 0 Reply
Rus Mer 03 November 2018

what a nice comment...better criticism of life...

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success