তাঁকে ভুলাত যাবেনা কিছুতেই/ Takei Vulato Jabena Kisutei Poem by Rhymer Rhymer

তাঁকে ভুলাত যাবেনা কিছুতেই/ Takei Vulato Jabena Kisutei

>
............২.............
মাটির মানুষ আর হুজুর পাক সঃ কি এক
খনিতে পাওয়া হিরা আর কয়লা যেমন এক না
হুজুর সঃ আর মাটির মানুষ এক না

তিনি সঃ নুর বাশার রুপে
"আমি তোমাদের মতো মানুষ রুপ্এ কিন্তু আমার উপর অহি অর্পিত হয়"
"তোমাদের কাছে পাঠানো হয়েছে আল্লাহর নুর এবং একটি স্পষ্ট কিতাব"
তিনি মানব রুপে কিন্তু হাকিকতে নুরাল্লাহ!
"আল্লাহ আর ফেরেস্তারা নাবি সঃ এর উপর সালাম পাশ করে
অতএব, হে মুমিনগণ তোমরাও তাঁর প্রতি সালাম পেশ করো"
"যারা তোমার হাতে বায়াত করে তারা তো আল্লাহ রি হাতে বায়াত করে"
তিনি বাশার সুরতে...... মানুষের মাঝে
মালাকি সুরতে......... ফ্রেস্তাদের মাঝে
হাকিকি সুরতে......... প্রকৃত রুপের বিচরণ
"আনা বাশ্রুম মিসলুকুম"
"লিমাল্লহি ওয়াক্তুন"
তিনি আল্লাহর নুরের অংশ
তাই তাঁর অস্তিত্ব বলে ফেলে " মান্রায়ানি ফাকাদ রায়াল হক্কা"
"যে আমাকে দেখলও সে আল্লাহ কে দেখলও"
তাই তাঁর আনুগত্ত আল্লাহর আনুগত্ত
তিনি মৃ্তুহীন সত্ত্বার মৃত্যু
তিনি চিরঞ্জিব সত্ত্বা
ইয়া নাবি সালাম আলাইকা

(ধর্ম দর্শন / সায়েদ বশির আহমেদ জৈনপুরী রহঃ থেকে মূল অং

Wednesday, October 10, 2018
Topic(s) of this poem: mystery
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success