ভালবাসা জানতাম না আমি /Valobasha Jantam Na Ami Poem by Rhymer Rhymer

ভালবাসা জানতাম না আমি /Valobasha Jantam Na Ami

Rating: 5.0

ভালবাসা জানতাম না আমি
যা শিখাইলে তুমি......
কি আছে গো এই ঘড়িতে
দেহ নামের এই ঘড়ি
জেস্মি জাহির আর জেস্মি বাতিন
জাহির মরনের সাথে সাথে ক্ষয় লয় শুরু হয়
জেস্মি বাতিন ক্ষয় লয় এর জিনিস নয়
অলি আউলিয়া আম্বিয়াদের স্থুল দেহউ অপচনশীল
সওয়াল জবাব আর শাস্তি সূক্ষ্ম দেহের উপর
শুদ্ধ দেহধারীরাই জাহিরে আর বাতিনে পরিছন্ন
এদের রুহ বা জেস্মি বাতিন কবরে রিজিক পায়
সোজা কথায় মরনের পরেও সুখ শান্তি আর উন্নত খাবার পায়
কি ভাবে বিশ্বাস করি
আল কোরআনে তা বলা আছে রিজিক হেসেবে...
জিকির করে ঘড়ির দম বাড়িয়ে নিন:
হুজুর মারিফাত বুঝতে চাই
ঘড়িতে দম লাগাও
১১ টা জায়গায়
১১ টা চাবি আছে
দম দাও
মা'রিফাত বুঝবে
গুপ্ত জ্ঞান ই কোরআনে হিকমত বলা আছে
এটাই মা'রিফাত
এ গানের উস্তাদ/ পীর হুজুর সঃ
আস্তে আস্তে নীচের দিকে
প্রথম ছাত্র ছিলেন
আসহাবে সিরর
এখানেই মারিফাত
এই পবিত্র ব্যাকতে
"পবিত্র বাক্য পবিত্র বৃক্ষের মতো
এর শিকড় মজবুত আর শাখা প্রশাখা ঊর্ধ্বাকাশে"
লা ইলাহা ইল্লালাহ
গুপ্ত এই জ্ঞান মাটি থেকে ঊর্ধ্বাকাশ অবধি
রহসে ঘেরা না আর হা দিয়ে
সৃষ্টির সুক্ষ স্তরে এই "না" আর "হা"
না আর হা ছাড়া কোন সৃষ্টি নেই
পজিটিভ আর নেগেটিভ
ধরুন মহিলা আর পুরুষ
এই কালিমাতে ১২ অক্ষর আছে
মানব দেহে ১২ টা স্টেশন বা লতিফা আছে
মারিফাত শিখতে চাও জিকির করো
১২ স্টেশন জ্ঞানের ১২ দরোজা খুলে দিবে
দেহ গঠনের ৪ উপাদান
আগুন পানি মাটি বাতাস
আর আছে নফস রুহ ক্লব ছির খফি আখফা
মোট ১০ আর জেস্মানি + বাতেনি দেহ=২
এই ১২ নিয়ন্ত্রনে এলে
কালেমার উপর ঘোড়া সওয়ার
গুপ্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ
মা'রিফাত বুঝবে?
আরও চাও...
আয়াত আল কুরসি কিন্তু এটাই...
জিকির করো
উস্তাদের ছিনা দেখে...

আআলহ বিশ্বজগতের নুর
সে নুর রখিত আছে এক দিপাধারে
এটা হাজার তারার যোতি
উপমা যেন জয়তুন তেলের বাতি
উপমা যেন বৃক্ষ
আর এই জ্ঞান আল্লাহ যাকে খুশী দান করেন

সাধনা ছাড়া এই জ্ঞান অর্জন অসম্ভব
আর সাধনা হল পূর্ণ পবিত্রতা অর্জন

"আততাসুফো তাসফিয়াতুল খেলায়াত "
মানুষের চিন্তাকে তা পবিত্র করে দেয়

মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো
অন্তরে আর চোখে কি মুসল্মান হয়েছ
instinct হতে হবে পবিত্রতাকে
instinct যদি পশুত্ত হয় তবে নয়
সাধনায় মনোজগৎ আলোকিত
দুয়ার খুলে দেখো স্রষ্টার হাত টা...

Monday, December 3, 2018
Topic(s) of this poem: human being
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 04 December 2018

so this sacred sentence has been started with NEGATIVE! And we've to ride this horse of mind MA'REFAT by negativity! /// mysterious scrutiny of knowledge within body fractured

1 0 Reply
Rus Mer 04 December 2018

you are so en courageous and keen reader.... thanks a lot for reading....

0 0
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success