ভুলের মাশুল কে দিবে...Vuler Mashul Ke Dibe Poem by Rhymer Rhymer

ভুলের মাশুল কে দিবে...Vuler Mashul Ke Dibe

Rating: 5.0

ভুলের মাশুল......

সততকে পাওয়ার সব থেকে বড় বাধা
দুনিয়ার জ্ঞান এর অহংকার
এই অহংকার ই মঙ্কে অন্ধ করে দেয়
পলে পলে নফস তা লুফে নেয়
ভালোমন্দ বিচারের ক্ষমতা কুমে যায়
যুগে যুগে মনফেরাউন শেষে বলে
মুসা আর হারুনের ম'বুদ ই সত্য
অথচ নিজের দেহটাই কত বড় দলিল ছিল
কি ভাবে কে আমি আজ এই পর্যায়
লক্ষ লক্ষ শুক্রানু আর ডিম্বাণুর
মাত্র দুটোই ব্যাবহার করে
হায় কিভাবে শরির আর হাড়গোড় গড়ে উঠে
তখন আমি কোথায়
তবুও বিশ্বাস কি এতোই কঠিন
আব্বা কোথায় আর সব থেকে আদরের আম্মাজান
নিজের সাথে নিজের প্রতারণা
মোনাফেকি দুই নৌকায় পা দেয়া
ধর্মহীন সব এই ধামিক থেকে ভালো
আলো আবার আধারে ঢাকে
তুই নিকষ কালো

Thursday, November 22, 2018
Topic(s) of this poem: wrong vs. right
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 09 September 2019

ধর্মহীন সব এই ধামিক থেকে ভালো আলো আবার আধারে ঢাকে তুই নিকষ কালো......///// it's nice

0 0 Reply
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success