মা আর দুটো ভাত দেবে..এ Poem by Madhabi Banerjee

মা আর দুটো ভাত দেবে..এ

Rating: 5.0

‘মা আর দু’টো ভাত দেবে এ…এ…এ…
অরুণার সেই ভাতের জন্য কাতর আকুতি
আজও আমার পাজঁরে কেমন জ্বালা ধরায়
জানো পালাম? অরুণা কোনোদিন যুঁই ফুল চিনত না
তাও আবার এক থাল যুই ফুল!
একথাল সাদা ভাত ও কোদিন দেখেনি,
তাও আবার একথাল যুঁই ফুলের মতো সাদা ভাত
ওটা তো তোমার কবিতার ভাষা পালাম।
একজনের পেটভরার মতো ভাতকে
এক মগ জল ঢেলে –পাঁচ ভাগ করে দিত ওর মা
পাঁচ ভাইবোনের জন্য-
একথালা জলের মধ্যে ভাতগুলো লুকোচুরি খেলতো
আর ওরা বরের আংটি খোঁজার মতো করে ভাত খুঁজতো
ওতে পেটমোটা হাড়গিলে পাঁচ ভাইবোনের
কারুরই পেট ভরত না-
আর তখনই রান্নাঘরে কোরাস উঠত
‘মা আর দু’টো ভাত দেবে এ……এ…..এ……………….

Thursday, December 3, 2015
Topic(s) of this poem: hunger
COMMENTS OF THE POEM
Shah Surja 03 December 2015

খুব সুন্দর করে তুলে ধরেছেন জীবনের গল্প, কবিতার প্রানে।

1 0 Reply
Madhabi Banerjee 05 January 2020

thanks for comments

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success