আমার কবিতা অর্থ(৳) হীন Poem by MAHTAB BANGALEE

আমার কবিতা অর্থ(৳) হীন

Rating: 5.0

কবিতা বেঁচব কবিতা
আমি কবিতার ফেরিওয়ালা
কবিতা বেঁচব কবিতা
সাদা কালো কবিতা
লাল নীল গোলাপি হরেক রঙের কবিতা
আসো এখানে, কবিতা কিনলে আসো

কই? এগুলো কি কবিতা?
না, এখানে কোনো কবিতা নেই

ক্যানো?
এগুলো ভালোবাসা, ওগুলো ঘৃণা
এগুলো প্রেম, ওগুলো কপটতা
এগুলো রাজনীতি, ওগুলো ধর্মনীতি
এগুলো গণতন্ত্র, ওগুলো ধনতন্ত্র
এগুলো রোমন্থিত স্মৃতি, ওগুলো গুজব ভীতি
এগুলো প্রকৃতির বর্ণনা, ওগুলো কাল্পনিক শঠতা
এগুলো বাস্তবতার রক্ত, ওগুলো স্বপ্নীল স্বর্গ
এগুলো শব্দের আভিজাত্য, ওগুলো ভাবের ধ্রুপদী নৃত্য
এগুলো জীবন, ওগুলো মরন
এগুলো কবিতা, ওগুলো.......

এগুলো, ওগুলো কি কোনো অর্থ(৳) দেয়?
অর্থ(৳) দানে অক্ষম নিরেট এসব অক্ষরগুলো কি কবিতা হতে পারে?

না, এখানে আমি কোনো কবিতা পাইনি
না, এখানে অর্থ(৳) নেই
আমি অর্থ(৳) দানে অক্ষম এ অক্ষরগুলো কিনব না

চট্টগ্রাম ১৮.০৫.২০২০

Tuesday, May 19, 2020
Topic(s) of this poem: poetic expression
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success