আকাশের মেঘেরা জাদু জানে Poem by Madhabi Banerjee

আকাশের মেঘেরা জাদু জানে

Rating: 5.0

আকাশের ঐ মেঘেরা কি জাদু জানে?
চলো ঐ মেঘকে ফালা ফালা করে চিড়ে দেখি
কোথায় রেখে দেয় ও এত বৃষ্টি
যে বৃষ্টির জলে বন্যা হয়ে যায়
সবকিছু ভাসিয়ে নিয়ে যায়
এত জল নিয়ে কিভাবে ভেসে থাকে মেঘ।
কত বড় জালায় জল ভরে রাখে ।
কোথায় রাখে ও বিজলীর চমক?
এত গগনভেদী শব্দ মেঘ কোন কুলুঙ্গীতে বন্দী করে রাখে
কখনো একটু একটু করে ছাড়ে, কখনো কানে পর্দা ফাটায়
বাচ্চারা ভয় পেয়ে জরিয়ে ধরে,
শুধু বাচ্চারা কেন বড়রাও শিউরে ওঠে
কি রকম বেলুনে ভরে রাখে হাওয়া
যে হাওয়া সব কিছু উড়িয়ে নিয়ে যায়।
এতসব নিয়ে মেঘ কি করে ভেসে থাকে।
নিশ্চয় মেঘেরা জাদু জানে
নিশ্চয় কোনো বড় ধূর্ত জাদুকর হবে।।

Thursday, December 6, 2018
Topic(s) of this poem: cloud
COMMENTS OF THE POEM
Chan Mongol 06 December 2018

Eto sundor kobitate khub obivuto holam. Beg o bristir khomota binnashe kobi onek nipunota dekiyese, ha, kobikay sorbbosso number dilam. Donnobad.

0 0 Reply
Madhabi Banerjee 06 December 2018

thanks a lot for your valuable comments

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success