আজো তোমায় খুঁজি Poem by MAHTAB BANGALEE

আজো তোমায় খুঁজি

Rating: 5.0

গ্রীষ্ম এখনো কিশোর সময়ের পাড়ে
বর্ষা অনেক দূরে, এরপরেও বৃষ্টি পরে

সময় ঘন নিশির ডাকে চলছে
খোড়া পায়ে হেঁটে ভয়ে ভয়ে

ভরত পাখির ডানা ঠিক আগের মতো
ভিজে একাকার যদিও নয় তৃষ্ণার্ত

সবকিছু আছে, পথ-প্রান্তর, মানুষ-বন্দর
ঠিক আগের মতো নেই কোলাহল ঘর

তুমি আছো তোমার জন্ম সুন্দরী হাসিতে
তবে দর্শনহীন এসব বড়ই অবান্তর লাগে

আমরা ঘরে, করোনা বাইরে খেলছে প্রজনন খেলা
দিন চলে যায়, মাস চলে যায় ফুরোয়না অদম্য বেলা

রুদ্র-উদ্বাস্তু প্রেমমোহ জীবনের ঢের সকালে চলে গেছেন
তসলিমা এখনো নারী বিবেক জাগুক সংগ্রামে লিখেন

বিবেকের জন্মে প্রকৃতির মুক্তিতে আজো তোমায় খুঁজি
কবিতার নির্মাল্য জ্ঞানে যেনো সবাই ঐক্য জীবন গড়ি

আবার আসব ফিরে কর্ণফুলীর তীরে
যদি বেঁচে থাকি আমি-তুমি একসাথে
উদিত সূর্য ডোবার আগে


২৬.০৪.২০২০ চট্টগ্রাম

Sunday, April 26, 2020
Topic(s) of this poem: hardship,life,love,time
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success