অহংবোধই নরক দ্বার Poem by MAHTAB BANGALEE

অহংবোধই নরক দ্বার

Rating: 5.0

আমি খুবই দুঃখ পাই, কষ্ট অনুভব করি তখন -
যখন আমি নিজেকে অজ্ঞ পাই নিজের ভুলে
অন্যের প্রতি আমার আচরণ থাকেনা সত্য বলয়ে
উন্মাদ পাশবিকতার সহচর আমিহীনে অন্যতে
আমার দাম্ভিকতা আমাকে পৌঁছায় হিংস্র নখরে
থাকি যখন আপন হীনজ্ঞানের অহঙ্কারের বেড়িতে

এ আমার অহংবোধ আমার দুঃখ আমার কষ্ট নেয়ে
আমার অহংবোধই আমার নরক দ্বার উম্মোচন করে!

Monday, January 29, 2018
Topic(s) of this poem: egoism
COMMENTS OF THE POEM
???? ???? 06 August 2020

এ আমার অহংবোধ আমার দুঃখ আমার কষ্ট নেয়ে আমার অহংবোধই আমার নরক দ্বার উম্মোচন করে! ....sundor likhechen

0 0 Reply
Kumarmani Mahakul 21 October 2018

এ আমার অহংবোধ আমার দুঃখ আমার কষ্ট নেয়ে আমার অহংবোধই আমার নরক দ্বার উম্মোচন করে! .......so true. Our egoism is our door of. A marvelous poem.10

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success