তবু টিকে থাকতে হয় শেষ দেখার অভিলাষে Poem by MAHTAB BANGALEE

তবু টিকে থাকতে হয় শেষ দেখার অভিলাষে

Rating: 5.0

স্মৃতি রোমন্থনে খুব বেশি সুখানুভূতি হয়না
ইচ্ছে করেই ফিরে যাই আবার সেসব দিনের মাঝে
যা আমায় রেখেছিল অনন্ত নিসর্গে

রহস্য রয়ে গেল সব নীতিমালার মাঝে
বারে বারে অনীতির দায় বর্তায় জন সাধারণে
কার মুক্তি কোথায় -এই প্রশ্ন জনে জনে

জীবনের যতটুকু বাস্তবতা কিংবা প্রত্যক্ষ গঠিত ঘটনা ঘটেছে
আর পরিকল্পিত প্রত্যাশাগুলো বিস্মৃত হচ্ছে প্রত্যেক রূঢ় বাস্তবে
ততটুকু থাকে শুধু হতাশা।
যে বাস্তবতা আসে আমাদের মাঝে দৈবভাবে
অনাহূত অদৃশ্য আদেশে
সে বাস্তবতার জীবন তরী নোঙ্গর ফেলে
হতাশার তিক্ততার মহাসাগরে

অবিশ্বাস্য সব কাল্পনিক নীতিতে ভর করে চলা আমাদের
যা অঙ্কুরেই বিনষ্ট হয় যতই আশাবাদ ব্যক্ত করি
যা বলি নির্ভেজাল আর অতলান্তে খোঁজে পাই ভেজালের উর্ভর ভূমি

আনন্দ ঘন বৈচিত্র রঙিন উৎসব
অবেলার সব ডাক হক কুপোকাতে
দিশেহারার প্রান্তরে অহর্নিশ কালিমার লীলা
উদ্বাস্তু আমি একলা পথে একা ভ্রমনে

ভাবনার মাঝে অভিলাষী মন অবিলাসে স্থির থাকেনা
চাওয়ার বিলাস অন্তহীন, শেষান্তে আশাহত বেদনা
তবু টিকে থাকতে হয় শেষ দেখার অভিলাষে

Sunday, February 11, 2018
Topic(s) of this poem: despair,destination,destiny,dream,hoping,journeys,life
COMMENTS OF THE POEM
Mac Che 12 November 2020

التنوع الكثيف للفرح هو مهرجان ملون جميع مكالمات أبيلا موجهة إلى حق كوبوكا أهارنيش كاليمار ليلا في صحراء ديشهارا لاجئ أسافر وحدي على الطريق لا يبقى العقل الطموح ثابتًا في خضم الأفكار ترف الرغبة لا ينتهي ، وألم اليأس في النهاية بعد البقاء على قيد الحياة هو الرغبة في رؤية النهاية شعور شعري ممتاز وأمل في الحياة

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success