কবিতা পরিবর্তন হচ্ছে Poem by Madhabi Banerjee

কবিতা পরিবর্তন হচ্ছে

Rating: 5.0

কবিতা পরিবর্তন হচ্ছে
মাধবী বন্দ্যোপাধ্যায়


আজকাল কবিতা পরিবর্তন হচ্ছে
এখন কবিতা শুধু অলি ফুল মধু চাঁদ নিয়ে লেখা হয় না।
এখনকার কবিতায় সামাজিক সরকারী ঘটনাবলীর
কথাও বর্ননা করা হয় যা জীবনের কথা বলে।
সময়ের সাথে সাথে বিশ্বায়নের, সাম্রাজ্যবাদের এবং
নব্য ঔপনিবেশবাদ স্থান করে নিয়েছে আজকের কবিতায়।
সমাজবাদ মার্কসবাদের ধারনার মাঝে
এই বিশ্বে লোকতন্ত্র এসে গেছে
ফলে কবিতাতেও সেটা প্রতিফলিত হচ্ছে
রীতি নীতি প্রতিবাদ এসে গেছে কবিতায়
তবে এর মাঝে নিজের গদিটি বাঁচানোর চেষ্টা রয়েছে সতত।
এখন কবিতা আরেক রকম চেহারা দেখা যায়।
আমেরিকার দাদাগিরির দাপটে
মেসোপটেমিয়া সভ্যতা ধ্বংস হচ্ছে
তালিবানি সংস্কৃতি এসে
অহিংস বুদ্ধের নীতিলুপ্তহচ্ছে
এই দুই চাপ অবশ্যম্ভাবিরূপে কবিতায় প্রতিফলিত হচ্ছে।
ভাষা শিল্প আর কথ্য
যথার্থই শুপ্ত থেকে যায়
ইতিহাস বদল হচ্ছে একটু একটু করে
কবিতা বদল হচ্ছে
আগামী প্রজন্মের জন্য।

Tuesday, June 30, 2020
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 03 July 2020

ইতিহাস বদল হচ্ছে একটু একটু করে কবিতা বদল হচ্ছে আগামী প্রজন্মের জন্য।... ভালোই লিখেছেন, হা হ্যাঁ পরিবর্তনের ধারায় কবিতাও তার গতি পথ বদলে নিচ্ছে দীর্ঘ জীবনের তরে.....

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success