বিনসর Poem by Madhabi Banerjee

বিনসর

Rating: 5.0

বিনসর
মাধবী বন্দ্যোপাধ্যায়


কোন গাছ? কি তার বৈজ্ঞানিক নাম?
সে গাছের কি উপকারিতা?
সেটা বিচার করুক বিশেষজ্ঞবা।
বিনসর ওগো মায়াবীনি বিনসর
আমি শুধু উপভোগ করবো
তোমার ঘনত্ব তোমার গম্ভীরতা
তোমার এই আলোআধারী সৌন্দর্য্য
হৃদয়ে বসিয়ে নেব তোমার এই সোঁদা গন্ধ
আর চোখ দুটোকে সার্থক করবো
গাছের ফাঁকে ঐ অনামী সফেদ পাহাড়ের চূড়াগুলোকে দেখে
চুপ-তাই বলি চুপ-তোমরা কেউ গোল কোরোনা
তোমরা বিনসরে এই নিস্তব্ধতা রক্ষা করো।
ঐ শোনো ঘনবনে পাতায় হাওয়া লেগে
সৃষ্টি হয়েছে এক মোহময় এক সূর
তোমার উচ্ছাস কলকালিতে সূরভঙ্গ কোরোনা
ঐ সুর তোমরা আমা থেকে সরিয়ে দিও না।
ঐ্সুরে আমার কান জুড়ায়
এই দৃশ্যে আমার চোখ জুড়ায়
এই ঝিরঝিরে বাতাসে আমার দেহ জুড়ায়
এই পরিবেশে আমার হৃদয় জুড়ায়।
এখানে আছে কিছু দামী গাছকিছু বা দামী
কিছু আছে অনামী কিছু জংলা আগাছাও
তবু বিনসর ওগো বিনসর
কত বিভিন্নতার মাঝেও তুমি সৃষ্টি করেছ ঐকতান।

Thursday, July 2, 2020
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 02 July 2020

বিনসর- অসাধারণ বর্ণনাময় কাব্যিক প্রকাশ যেনো আমি সে মায়াবীনি বিনসরের সামনে আছি.......10+

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success