হয়তো কখনও বিস্ময়-স্থম্ভিত হতে পারবো না ।। ডোমিনিক উইন্ড্রাম Poem by Rahman Henry

হয়তো কখনও বিস্ময়-স্থম্ভিত হতে পারবো না ।। ডোমিনিক উইন্ড্রাম

Rating: 5.0

.

.
আমি হয়তো কখনও বিস্ময়-স্থম্ভিত হতে পারবো না:
থরেথরে ঝরে পড়া স্ফটিক নীল জলে
প্রপাতের পাশে; প্রতিটি নতুন প্রত্যূষে মাংসল
গোলাপি জাদুর মতো ঠিকরে বেরোনো সূর্যোদয়ে।
আয়নার ভিতর প্রতিফলিত জ্যোৎস্নায়;
সুবোধ কম্পমান রাত্রির নক্ষত্রপুঞ্জের দৃশ্যে;
সামুদ্রিক স্বপ্নের ভিতর স্ফিতিময় জেলিফিশে;
শাশ্বত হয়ে ওঠার নিখাদ আনন্দে।
.

.
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ডোমিনিক উইন্ড্রাম (১৯৭০ -) : ইংরেজ কবি। ডারহামের হার্টলপুলে জন্ম।

.

*
.

* #DominicWindramPoems
.

This is a translation of the poem May I Never Cease To Wonder by Dominic Windram
Wednesday, March 20, 2019
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 20 March 2019

সুন্দর কাব্যিক অভিব্যক্তি - আমি হয়তো কখনও বিস্ময়-স্থম্ভিত হতে পারবো না: থরেথরে ঝরে পড়া স্ফটিক নীল জলে

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success