এলভিস প্রিসলি: সমদৈর্ঘ্য কাল ।।র‌্যান্ডি জনসন Poem by Rahman Henry

এলভিস প্রিসলি: সমদৈর্ঘ্য কাল ।।র‌্যান্ডি জনসন

Rating: 5.0


.
যত বছর বেঁচে থেকেছিলে তত বছর হয় চলে গেছো তুমি, বিয়াল্লিশ বছর।
ভালোবাসা পেয়েছিলে এবং সেই মৃত্যু চুরমার করেছে প্রত্যেক সহজনের অন্তর।
সমগ্র পঞ্চাশেই পারফর্ম করোনি, যে রাজ্য ফসকে গেছিলো সেটা মন্টানা।
শেষ কনসার্ট ২৬ জুন ১৯৭৭, ওই রাজ্যের নাম ইন্ডিয়ানা।
তোমার ফাটাফাটি দুটো গান: ‘‘সবকিছু কাঁপছে'' এবং ‘‘শিকারী কুকুর''।
মোটরবাইকে ছিলো দুর্দান্ত আগ্রহ, নিশ্চয় ভালোবাসতে পালিত শুকুর।
দীর্ঘতর নয়... কিন্তু তোমার একটা জীবন ছিলো: চমক-মশগুল।
চিকিৎসকেরা উপর্যুপরি লিখছিলো একই ট্যাবলেট, সেটা ছিলো ভুল।
ভালোবাসতে বিলাসী গাড়ি বিলিয়ে দিতে, তুমি সত্যিকার স্বর্ণ-হৃদয়।
মাত্র বিয়াল্লিশে তোমাকে হারানো কি অশেষ বেদনার নয়?
বন্ধুদের একজন দেখলো ড্রিল-মেশিনে খন্দক খুঁড়ছো পা'র।
জানতে চাইলে, বলেছো: আরও আরও ট্যাবলেট দরকার।
১৬ আগস্ট ১৯৭৭ এ যখন চলে গেলে, ভক্তরা কেঁদেছিলো অঝোর।
ততদিন হয় চলে গেছো তুমি, ৪২, বেঁচে থেকেছিলে যত বছর।

.

.
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* র‌্যান্ডি জনসন (২০ আগস্ট ১৯৭১ -) : মার্কিন কবি। জন্ম কেন্টাকি'র মিডলসবরো'তে। ১৯৭৩ সাল থেকেই তার বসবাস শুরু ‘মার্কিন রক এন্ড রোল-এর সাক্ষাত সম্রাট এলভিস প্রিসলি'র শহর: মেমফিস, টেনিসি'তে।
.

*
.

* #RandyJohnsonPoems
.

This is a translation of the poem Elvis Presley: The Same Amount Of Time by Randy Johnson
Wednesday, August 28, 2019
Topic(s) of this poem: celebrity,death,singing
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 28 August 2020

সুন্দর লিখেছেন এলভিস অ্যারন প্রিসলি (জানুয়ারী ৮, ১৯৩৫ - আগস্ট ১৬, ১৯৭৭) , তিনি কেবল এলভিস নামে পরিচিত, তিনি ছিলেন আমেরিকান গায়ক, সংগীতশিল্পী এবং অভিনেতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম উল্লেখযোগ্য সাংস্কৃতিক আইকন হিসাবে বিবেচিত এবং প্রায়শই তাকে " রক অ্যান্ড রোলের কিং" বা কেবল " কিং" হিসাবে অভিহিত করা হয়।

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success