ব্যসদেব Poem by Madhabi Banerjee

ব্যসদেব

চতুরচূড়ামণি শ্রী কৃষ্ণ দ্বৈপায়ণ ব্যসদেব
মাধবী বন্দ্যোপাধ্যায়
পাড়ার মেয়ে বইপোকা পঙ্কজীনি
আমরা তাকে পঙ্কি বলেই
পঙ্কি জানে লেখকদের কলমের অনেক ক্ষমতা
যখন তখন গল্পের চরিত্রের মারে প্রাণ কাটে মাথা
যেদিন থেকে পঙ্কি এটা অনুধাবন করলো
সেদিন থেকে লেখদের প্রতি তার ভক্তিও টুটল।
মহাভারত পড়ে পঙ্কি আমাকে বলল ডেকে ‘শোনো দিদিমনি’চতুরচূড়ামণি শ্রী কৃষ্ণ দ্বৈপায়ণ ব্যসদেব
মাধবী বন্দ্যোপাধ্যায়
পাড়ার মেয়ে বইপোকা পঙ্কজীনি
আমরা তাকে পঙ্কি বলেই
পঙ্কি জানে লেখকদের কলমের অনেক ক্ষমতা
যখন তখন গল্পের চরিত্রের মারে প্রাণ কাটে মাথা
যেদিন থেকে পঙ্কি এটা অনুধাবন করলো
সেদিন থেকে লেখদের প্রতি তার ভক্তিও টুটল।
মহাভারত পড়ে পঙ্কি আমাকে বলল ডেকে ‘শোনো দিদিমনি’
কৃষ্ণ দ্বৈপায়ন ব্যসদেব এক চতর চূড়ামণি’।
বিপদ বুঝে ব্যসদেব অবশেষে এরকম একটা কাজ করল,
অবাক আমি বলি ‘কেন ব্যদেবের আবার কি বিপদ হ’ল।
‘আচ্ছা তবে শোনো
সমাজে এমন তো হয় কখনো কখনো।
স্বামী বেঁচে আছে অথচ বউ বিধবা
কিংবা স্বামী মারা গেছে বউ সধবা
ব্যসদেব অনেক বীরের বৌকে বিধবা করে পেল্লাই এক মহাভারত তো লিখল
কিন্ত শেষটায় এসে -এক্কেবারে গাড্ডায় পড়ল।
চোখ আমার কপালে বললাম’মানে’?
‘এতো ভেরী সিম্পল, এ কথা সব্বাই জানে’
স্বর্গের পথে পাঁচ ভাই-এর একটিও আগে মরে যদি
সধবা না বিধবা কি নামে অভিহিত হবে আগমার্কা সতী দ্রৌপদী।
মেটাতে ঝামেলা সধবা-বিধবার –এক কলমের খোঁচায় তাই নিয়ে নিল দ্রৌপদীর জান,
সুচতুরতার সহিত বাচাঁল দ্রৌপদীর আর নিজের মান।।


কৃষ্ণ দ্বৈপায়ন ব্যসদেব এক চতর চূড়ামণি’।
বিপদ বুঝে ব্যসদেব অবশেষে এরকম একটা কাজ করল,
অবাক আমি বলি ‘কেন ব্যদেবের আবার কি বিপদ হ’ল।
‘আচ্ছা তবে শোনো
সমাজে এমন তো হয় কখনো কখনো।
স্বামী বেঁচে আছে অথচ বউ বিধবা
কিংবা স্বামী মারা গেছে বউ সধবা
ব্যসদেব অনেক বীরের বৌকে বিধবা করে পেল্লাই এক মহাভারত তো লিখল
কিন্ত শেষটায় এসে -এক্কেবারে গাড্ডায় পড়ল।
চোখ আমার কপালে বললাম’মানে’?
‘এতো ভেরী সিম্পল, এ কথা সব্বাই জানে’
স্বর্গের পথে পাঁচ ভাই-এর একটিও আগে মরে যদি
সধবা না বিধবা কি নামে অভিহিত হবে আগমার্কা সতী দ্রৌপদী।
মেটাতে ঝামেলা সধবা-বিধবার –এক কলমের খোঁচায় তাই নিয়ে নিল দ্রৌপদীর জান,
সুচতুরতার সহিত বাচাঁল দ্রৌপদীর আর নিজের মান।।

Monday, May 25, 2015
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 16 April 2019

Beautiful poem with nice information and touching expression. Interesting to read as the story from Mahabharat. Thank you dear madam for sharing this lovely poem on Byasadev.

0 0 Reply
Madhabi Banerjee 16 April 2019

thanks a lot, sir, you read my poem and give a comments too.thanks.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success