যুদ্ধ Poem by Madhabi Banerjee

যুদ্ধ

শুনেছি পুরাকালে যুদ্ধ হতো যুদ্ধক্ষেত্র
লোকালয় ঘর বসত অক্ষতই থাকত
কিন্তু দুরন্ত এই e-যুগ যুদ্ধক্ষেত্রকে সীমানা মুক্ত করেছে।
সারা দেশটাই আজ যুদ্ধক্ষেত্র!
যুদ্ধশেষে যুদ্ধক্ষেত্রে ভিড় করে শেয়াল কুকুরেরা
আকাশ থেকে নেমে আসে শকুনেরা
এই পশু-পাখিরা বিচার করে না
কে হিন্দু কে মুসলমান কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ
কে কোন পতাকার তলে আশ্রিত
ওরা কোন কাঁটাতারের বেড়ার বাঁধাও মানে না
ওদের কাছে মানুষই বিচার্য বিষয়
ওরা জানে সব মানুষের রক্ত মাংস হাড় আছে
এবং তার বর্ণ গন্ধ স্বাদ একই রকম।
যদি মানুষ ঐ শেয়াল কুকুর শকুনের কাছ থেকে শিক্ষা নিত
যে সব মানুষের রক্তের রং লাল!
তা হলে মানুষের এ পৃথিবীতে
আর যুদ্ধ করতে হতো না।।

Saturday, August 22, 2015
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 10 April 2019

ওরা জানে সব মানুষের রক্ত মাংস হাড় আছে এবং তার বর্ণ গন্ধ স্বাদ একই রকম। যদি মানুষ ঐ শেয়াল কুকুর শকুনের কাছ থেকে শিক্ষা নিত যে সব মানুষের রক্তের রং লাল! তা হলে মানুষের এ পৃথিবীতে আর যুদ্ধ করতে হতো না।।......touching expression with nice theme. We don' t want war. A beautiful poem on war has been well executed.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success