চতুর্দশপদী # 07 Poem by MAHTAB BANGALEE

চতুর্দশপদী # 07

Rating: 5.0

বিদীর্ণ শব্দে ফেটে গেল সে মহাত্মাময়ী চুম্বক
টুকরো খন্ডের অজস্র সমাহার ছড়িয়ে ছিটিয়ে
দিক্বিদিকে খন্ড মহাজাতক হুঙ্কারের বিকর্ষণে
দূর বহুদূরে ঠেলে সব বিবর্তন পরিবর্তনের ছাঁচে
অনুর পরমাণুতে অস্তিত্ত্ব রেখে মহাশুন্যের পথে
হাঁটছো অজস্র সময় ধরে কৃষ্ণগহ্বরের মহাকর্ষণে
হাঁটছো হে অমরাত্মা অনুরাগের খেয়ালি উদ্যানে
আপন শ্রেষ্টত্ব দ্যাখার সৃষ্ট ভিন্ন ভিন্ন নিয়তি উল্লাসে
ফুরোয়না সে বিদীর্ণ বিকর্ষণী; বিরাগী বিভাজনী পথ
মুহূর্তের অকল্পনীয় দৌরাত্মা বিদ্যুৎ গতিরও বেশি
শম্ভুক নীতির প্রেমময়ী আকর্ষণ সব বিদীর্ন খন্ডে
আসতেই হবে মহা উল্লাসী ধ্যানের মন্ত্র মহামোহে
এক অমর মহাবিন্দুতে! যা অখন্ড চিরঞ্জীব মহাপ্রাণ
হবে মহাকর্ষণে এক, হবে মহাচুম্বকের মহাত্মা ধাম

-মে ১৪, ২০১৮ চট্টগ্রাম

Monday, May 28, 2018
Topic(s) of this poem: creation,genesis,philosophical ,resurrection
POET'S NOTES ABOUT THE POEM
বিশ্ব জগতের সৃষ্টি একখন্ড মহাচুম্বক সশব্দে বিদীর্ণ হওয়ার মতো। যেন সে লুকায়িত মহাসত্ত্বা সশব্দে প্রকাশিত হলো। আর চুম্বকীয় মহাত্মার বিদীর্ণ খণ্ড গুলো বিকর্ষণের ফলে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। চলতে লাগলো অজস্র সময় ধরে। এভাবে বিকর্ষণী পথ হয়তো একদিন ওই চুম্বকীয় মহাত্মার খণ্ডগুলো আবার আকর্ষণ গতি ফিরে পাবে। আর সে দিনই আবার সশব্দে একক মহাচুম্বকীয় মহাত্মায় পরিণত হবে।
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 18 October 2018

হাঁটছো অজস্র সময় ধরে কৃষ্ণগহ্বরের মহাকর্ষণে হাঁটছো হে অমরাত্মা অনুরাগের খেয়ালি উদ্যানে আপন শ্রেষ্টত্ব দ্যাখার সৃষ্ট ভিন্ন ভিন্ন নিয়তি উল্লাসে ফুরোয়না সে বিদীর্ণ বিকর্ষণী; বিরাগী বিভাজনী পথ..... touching and impressive expression. A beautiful poem so nicely executed. Thanks for sharing.

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success